Sports

অফুরন্ত অবসর, প্রেমিকার হাতে চুল কাটালেন রোনাল্ডো

Published by
News Desk

আপাতত বাড়িতেই থাকতে হচ্ছে তাঁকে। এই পরিস্থিতিতে তাঁর চুল কেটে দেবে কে? অবশেষে পর্তুগালের ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চুল কেটে দিতে এগিয়ে এলেন তাঁর প্রেমিকা জিওর্জিনা রডরিগেজ।

সেই ভিডিও তাঁর ইন্সটাগ্রামে আপলোড করেছেন রোনাল্ডো। যেখানে রোনাল্ডো গায়ে চাদর জড়িয়ে বসে আছেন নিজের বাড়ির সবুজ লনের সামনে। আর তাঁর পিছনে দাঁড়িয়ে হেয়ার ক্লিপার বা ট্রিমার হাতে তাঁর চুল কাটতে ব্যস্ত প্রেমিকা জিওর্জিনা।

রোনাল্ডো এখন ইতালির জুভেন্তাসের সবচেয়ে বড় তারকা। কিন্তু করোনা যেভাবে ইতালিকে গ্রাস করেছে তারপর সেখানে ফুটবল লাটে উঠেছে। আপাতত তাই রোনাল্ডো দিন কাটাচ্ছেন পর্তুগালে তাঁর নিজের বাড়িতে।

সেখানেই গত ১ মাস ধরে রয়েছেন তিনি। প্রসঙ্গত জুভেন্তাসেরই ৩ খেলোয়াড়ের দেহে করোনা পাওয়া যায়। তারপর থেকে রোনাল্ডোও বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন।

রোনাল্ডো ও জুভেন্তাসের অন্য খেলোয়াড়েরা তাঁদের জুভেন্তাস ক্লাব থেকে প্রাপ্য তাঁদের ৪ মাসের মাইনে করোনার জন্য নেবেন না বলে জানিয়ে দিয়েছেন।

এদিকে রোনাল্ডো আপাতত অফুরন্ত অবসর কাটাচ্ছেন বাড়িতে প্রেমিকা ও ছেলেমেয়ের সঙ্গে। ইন্সটাগ্রামে আবার তাঁর ফলোয়ার সংখ্যা ২১০ মিলিয়ন বা ২১ কোটি। তাঁদের জন্য আপাতত তাঁর উপহার তাঁর প্রেমিকার হাতে এই চুল কাটার ভিডিও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts