Sports

‘ওয়েস্ট ইন্ডিজ’ ইতিহাস, এখন থেকে ‘উইন্ডিজ’

Published by
News Desk

ক্রিকেট বিশ্বে যে হাতে গোনা কয়েকটি দল দাপটের সঙ্গে দীর্ঘ কাল ভাল ক্রিকেট উপহার দিয়ে এসেছে তার একটি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ। সেই সোবার্স, লয়েড, রিচার্ডসের ওয়েস্ট ইন্ডিজ দলকে আর ওয়েস্ট ইন্ডিজ বলে কেউ ডাকবে না। তাদের ৯১ তম বার্ষিকীতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল এবার থেকে তাদের জাতীয় দলের নাম ওয়েস্ট ইন্ডিজ রইল না, হয়ে গেল উইন্ডিজ। এক্ষেত্রে দেশের প্রচলিত একটি শব্দকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ ক্যারিবিয়ান ‌দলকে দেশের মানুষ উইন্ডিজ বলেই ডাকেন। দেশের মানুষের সেই কথ্য ভাষার শব্দকেই এবার দেশের জাতীয় দলের নাম হিসাবে ব্যবহার করবে বোর্ড।

 

Share
Published by
News Desk