Sports

৬ রানে আউট পুরো দল, তাও আবার এক্সট্রা থেকেই ৫

Published by
News Desk

মাত্র ৬ রানে যে একটা দল পুরো আউট হতে পারে তা না দেখলে বোধহয় কেউ বিশ্বাস করতে পারতেন না। তাও আবার আন্তর্জাতিক স্তরে! মালির মহিলা ক্রিকেট দল খেলছিল রোয়ান্ডার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে। টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে মালি। রোয়ান্ডার রাজধানী কিগালি সিটি-র মাঠে মালির ওপেনার মরিয়ম সামাকে প্রথমেই ১ রান করেন। ওটাই ছিল মালির ১১ জনের দলের একমাত্র রান। মরিয়ম ১ রান করে ফেরার পর একে একে উইকেট হারাতে থাকেন মালির মহিলা ক্রিকেটাররা।

সাকুল্যে ৯ ওভার খেলে মালি। কিন্তু মরিয়মের করা ১ রান বাদ দিলে পুরো সময়ে কোনও রান করতে পারেনি তারা। শুধু আউট হয়েছে। একের পর এক উইকেট পড়েছে। ০ রান করে ফিরেছেন মালির ক্রিকেটাররা। এভাবে ৯ ওভারে শেষ হয় মালির ইনিংস। ব্যাট থেকে ১ রান এলেও এক্সট্রা থেকে আসে আরও ৫ রান। ফলে মোট ৬ রানে শেষ হয় মালির ইনিংস।

প্রতিপক্ষের রান ৬। জয়ের জন্য দরকার ৭ রান। এই অবস্থায় খেলতে নেমে রোয়ান্ডা মহিলা দল কোনও উইকেট না হারিয়ে মাত্র ৪ বলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ১১৬ বল বাকি থাকতেই টি-২০-তে কোনও দলের জয় ক্রিকেটের ইতিহাসে রেকর্ড হয়ে রইল। কার্যত এদিন খেলাই হল না। ছেলেখেলা হল। তবে সেই ছেলেখেলার কথাই এখন ক্রিকেট বিশ্বের অন্যতম বড় খবর হয়ে ছড়িয়ে পড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts