Sports

ক্রিকেট ভারতের খেলা নয়, কাবাডিতে উৎসাহ দিন, বললেন সুশীল মোদী

Published by
News Desk

ক্রিকেট ভারতের খেলা নয়। ক্রিকেট এসেছিল ইংল্যান্ড থেকে। যেসব দেশ এখন ক্রিকেট খেলে তাদের অধিকাংশই এক সময়ে ব্রিটিশ উপনিবেশ ছিল। তাই ক্রিকেট নয়। যুব সমাজকে কাবাডি ও ফুটবল খেলায় উৎসাহ দিন। শুক্রবার এমনই অভিমত ব্যক্ত করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী।

শুক্রবার পাটনায় ৬৪ তম জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনে আসেন সুশীল মোদী। সেখানেই তিনি দেশে ক্রিকেট ছেড়ে কাবাডি ও ফুটবলে বেশি উৎসাহ দানের আহ্বান জানান। ছাত্রছাত্রীদের কাবাডি খেলায় উৎসাহ দেন তিনি।

সুশীল মোদী আরও বলেন, কাবাডি হল শূন্য অর্থব্যয়ের খেলা। কাবাডি খেলার জন্য অর্থ ব্যয় করার দরকার পড়ে না। এটা ক্রিকেটের মত নয়। ক্রিকেটকে খরচসাপেক্ষ খেলা বলে চিহ্নিত করে এদিন বারবার কাবাডি ও ফুটবল খেলায় ছাত্রদের উৎসাহিত করার চেষ্টা করেন বিহারের উপমুখ্যমন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts