Sports

বিশ্বকাপের মাঝেই শুরু হল ভারত-আফগানিস্তান ঐতিহাসিক টেস্ট

Published by
News Desk

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এদিনই অভিষেক হল আফগানিস্তানের। স্বভাবতই দিনটা আফগানিস্তানের কাছে ঐতিহাসিক। বৃহস্পতিবার সকালে এক স্মরণীয় মুহুর্তের সাক্ষী হলেন সে দেশের মানুষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তাদের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচে আফগানিস্তান মুখোমুখি ভারতের। এদিন প্রথা ভেঙে টস করেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার সেলিম দুরানি। যাঁর জন্ম আফগানিস্তানের মাটিতেই। সেই সূত্র ধরেই এদিন আফগানিস্তানের টেস্ট অভিষেকের ঐতিহাসিক মুহুর্তে তাঁর হাত দিয়ে হল টস।

তবে টস আফগানিস্তানের ভাগ্যে ছেঁড়েনি। টস জেতেন ভারতের অধিনায়ক অজিঙ্কা রাহানে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। এই খেলার ফলাফল কী হবে তা জানা নেই ঠিকই। তবে আফগানিস্তানের সকল নাগরিকের কাছে এই ম্যাচ চিরস্মরণীয় হয়ে থাকবে। আর এই ঐতিহাসিক ম্যাচে প্রতিদ্বন্দ্বী হিসাবে নাম থেকে যাবে ভারতের। আফগান ইতিহাসে জায়গা পাবে দলের অধিনায়ক স্ট্যানিকজাই সহ গোটা দলের খেলোয়াড়দের নাম। এটাই তাঁদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার – বিসিসিআই)

Share
Published by
News Desk