Sports

মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে বোলারের মর্মান্তিক মৃত্যু

Published by
News Desk

বাংলার উঠতি ক্রিকেটার অঙ্কিত কেশরীর ছায়া এবারে কেরালায়। উল্টোদিকে দাঁড়ানো ব্যাটসম্যানকে বল করার জন্য তৈরি বোলার। প্রতিপক্ষ দলের ৩ জন খেলোয়াড়কে গ্যালারিতে ফেরত পাঠানোয় আরও বেশি আত্মবিশ্বাসী তিনি। বল হাতে পরের আক্রমণের জন্য অপেক্ষা শুধু আম্পায়ারের সম্মতির। কিন্তু তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বোলার। সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্যের ছবি প্রকাশ্যে আসতে শোকের ছায়া নেমে এসেছে কেরালার ক্রিকেট মহলে।

গত শনিবার কেরালার সাগরকড়ু এলাকায় আয়োজিত ক্রিকেট অনুশীলনী ম্যাচে মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন ২০ বছরের পদ্মনাভ জড়ুকাল্লু। খেলার টানটান মুহুর্তে বল করার জন্য তৈরি ছিলেন পদ্মনাভ। কিন্তু বল করতে এগোতে গিয়েও থেমে যায় তাঁর পা। কেউ কিছু বুঝে ওঠার আগেই মাঠে লুটিয়ে পড়েন তিনি। প্রথমে আম্পায়ার এগিয়ে গিয়ে তাঁকে তোলার চেষ্টা করেন। পরে সব খেলোয়াড় ঘিরে ধরেন তাঁকে। সতীর্থদের সাহায্যে তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তরুণ প্রতিভার মৃত্যুর কথা ঘোষণা করেন চিকিৎসকেরা।

পদ্মনাভের এমন মর্মান্তিক পরিণতির যথার্থ কারণ জানতে অভিযোগ দায়ের করা হয়েছে মাঞ্জেশ্বরা থানায়। ক্রিকেট মাঠে খেলোয়াড়ের অসুস্থ হয়ে পড়া বা মৃত্যু হওয়া নতুন নয়। এর আগেও এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছেন বিশ্ববাসী। এবার সেই তালিকায় যুক্ত হল পদ্মনাভের নাম।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts