ধরমশালা ক্রিকেট স্টেডিয়াম, ছবি - আইএএনএস
খেলার জগতে প্রযুক্তির ছোঁয়া লেগেছে অনেকদিন আগেই। ভারতের মত দেশে ক্রিকেট ঘিরে উন্মাদনা আবার অন্য সব খেলাকে ছাপিয়ে গেছে। ক্রিকেটেও এখন প্রযুক্তির রমরমা। তবে পিচে নয়। এখনও দেশের সব ক্রিকেট মাঠেই পিচ তৈরি করা হয়।
মাটির ওপর বিভিন্ন স্তর তৈরি করে পিচ তৈরি করেন মাঠের কিউরেটররা। কিন্তু সেসব কি আর আগামী দিনে দরকার পড়বে? এ প্রশ্ন এবার সামনে এসে পড়ল। কারণ ভারতের মাঠেই পাতা হয়ে গেল হাইব্রিড পিচ।
সিসগ্রাস নামে ব্রিটেনের একটি সিনথেটিক টার্ফ তৈরির সংস্থা হিমাচল প্রদেশে এমন ২টি পিচ পেতেছে যা মাটি খুঁড়ে তৈরি করতে হয়নি, বরং তা তৈরি হয়েছে কারখানায়।
এ পিচ তৈরি অবস্থায় আনা হয়। তারপর পেতে দেওয়া হয় নির্দিষ্ট স্থানে। ব্যস তাহলেই পিচ তৈরি। এবার তার ওপর ক্রিকেট খেলা যেতেই পারে।
এই সংস্থা রাগবি, হকির মত খেলার জন্যও কৃত্রিম মাঠ তৈরি করে। এবার তারা হাত দিল ক্রিকেট পিচ তৈরিতেও। আপাতত তারা ৩ ধরনের পিচ তৈরি করছে। ৩ রংয়েও এই পিচ পাওয়া যাবে। যেমন ক্রিকেট পিচ হয়।
একটি হবে সবুজ, ঘাসের পিচে যেমন থাকে। একটি থাকবে শুকনো মাটির রংয়ে। যেমন পাটা উইকেটে হয়। আবার একটি সবুজ আর মাটির রং মেশানো হবে, যেমন পিচে অল্প ঘাস থাকলে হয়।
সহজ কথায় আগামী দিনের ক্রিকেট হয়তো আর কসরত করে পিচ তৈরির ওপর নির্ভরশীল হবেনা। এই কৃত্রিম পিচ পেতেই খেলা যাবে সব মাঠে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…