Entertainment

গিরিশ কারনাডের সঙ্গে একই দিনে প্রয়াত ক্রেজি মোহন

Published by
News Desk

গিরিশ কারনাডের মৃত্যুতে যখন দেশের সিনেমা সংস্কৃতি জগত শোকস্তব্ধ, ঠিক তখনই শোক আরও বাড়াল দক্ষিণের আরও এক বিখ্যাত অভিনেতা, নাট্যকার, কৌতুক অভিনেতা ক্রেজি মোহনের মৃত্যু। আচমকাই হার্ট অ্যাটাক। আর তাতেই শেষ হয়ে গেল এই জনপ্রিয় অভিনেতার জীবন। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, সকালে বুকে ব্যথা অনুভব করেন ৬৭ বছরের ক্রেজি মোহন। বাড়ির লোকজন তখনই তাঁকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। হার্ট অ্যাটাকের জেরেই তাঁর মৃত্যু বলে জানানো হয়েছে। দুপুর ২টোয় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কলেজে পড়ার সময় থেকেই তাঁর ছিল নাটক লেখার প্রতি ঝোঁক। ১৯৭৬ সালে তাঁর লেখা ‘ক্রেজি থিভস ইন পালভক্কম’। যা যথেষ্ট জনপ্রিয় হয়। সেখান থেকেই তাঁর নামের সঙ্গে জুড়ে যায় ক্রেজি শব্দটি। তিনি হয়ে যান ক্রেজি মোহন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও তিনি তাঁর নাট্য সত্ত্বাকেই জীবনে পথচলার সঙ্গী করেন।

১৯৮৩ সালে প্রথম একটি সিনেমার গল্প লেখেন ক্রেজি মোহন। তামিল ভাষায় একের পর এক কমেডি সিনেমা লিখে গেছেন ক্রেজি মোহন। তাঁর লেখা গল্প নিয়ে সিনেমা তৈরি করে গেছেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব কমল হাসান। নিজেও অভিনয় করেন কিছু ক্ষেত্রে। ক্রেজি মোহনের পুরো কাজটাই তামিল ভাষায়। জীবনে পুরস্কৃতও হয়েছেন কাজের জন্য। তামিল নাট্য ও চলচ্চিত্র জগতে ক্রেজি মোহন এক অধ্যায় হয়ে থেকে যাবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk