Kolkata

বাংলা Must!

Published by
News Desk

পশ্চিমবঙ্গের যে কোনও স্কুলে পাঠ্য বিষয় হিসাবে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করল রাজ্য সরকার। ফলে ইংরাজি বা হিন্দি মাধ্যম স্কুলেও এবার থেকে বাংলা ভাষা ছাত্রছাত্রীদের পড়তেই হবে। অনেক ছাত্রছাত্রী ইংরাজি মাধ্যম স্কুলে পড়ে বাংলা অথবা হিন্দিকে দ্বিতীয় ভাষা হিসাবে রাখে। এবার থেকে ইংরাজি, হিন্দি প্রথম ও দ্বিতীয় ভাষা হলেও তৃতীয় ভাষা হিসাবে বাংলা তাদের পড়তেই হবে। সে সরকারি স্কুল হোক, আধা সরকারি স্কুল হোক বা বেসরকারি স্কুল। বাংলা এবার থেকে আবশ্যিক বিষয় করে দিল রাজ্য সরকার। এ বিষয়ে আইনও আনতে চলেছে তারা।

 

Share
Published by
News Desk

Recent Posts