Categories: State

তাজপুর ও শঙ্করপুরের মাঝে নয়া বন্দর

Published by
News Desk

পূর্ব মেদিনীপুরের তাজপুর ও শঙ্করপুরের মাঝে তৈরি হবে নতুন বন্দর। রাজ্য মন্ত্রিসভায় এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুক্রবার এমনই জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র। মন্ত্রী জানিয়েছেন, ১৮ দশমিক ৮ কিলোমিটার এলাকায় এই বন্দর নির্মাণ করা হবে। কিন্তু এই বিশাল পরিমাণ এলাকা জুড়ে বন্দর তৈরির জন্য কোনও জমি অধিগ্রহণ করবে না রাজ্য। জলের তলার পলিমাটি তুলে বন্দর নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা বার করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বন্দরটি তৈরি হলে বড় জাহাজও এই বন্দরে আসতে পারবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

Share
Published by
News Desk