Categories: Kolkata

নতুন সরকারের মন্ত্রীরা

Published by
News Desk

সকালে শপথ গ্রহণের পর দুপুরেই নবান্নে নব নির্বাচিত মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কে কোন মন্ত্রিত্ব পাচ্ছেন তা স্থির হয়। পরে সাংবাদিক বৈঠক করে নতুন সরকারের মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কেমন হল সেই তালিকা? একবার দেখে নেওয়া যাক –

মমতা বন্দ্যোপাধ্যায় – স্বরাষ্ট্র, ভূমি ও ভূমি সংস্কার, ক্ষুদ্র ও কুটির শিল্প, পাহাড় বিষয়ক, স্বাস্থ্য, তথ্য ও সংস্কৃতি, সংখ্যালঘু উন্নয়ন, পরিবার কল্যাণ, কর্মিবর্গ ও প্রশাসনিক

অমিত মিত্র – অর্থ, শিল্প ও বাণিজ্য, শিল্প পুনর্গঠন, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও আবগারি

পার্থ চট্টোপাধ্যায় – বিদ্যালয় শিক্ষা, উচ্চশিক্ষা ও পরিষদীয় বিষয়ক

শোভনদেব চট্টোপাধ্যায় – বিদ্যুৎ, অপ্রচলিত শক্তি

ফিরহাদ হাকিম – পুর ও নগরোন্নয়ন

অরূপ বিশ্বাস – পূর্ত ও সড়ক, ক্রীড়া ও যুব কল্যাণ

শোভন চট্টোপাধ্যায় – দমকল ও আবাসন, পরিবেশ

সুব্রত মুখোপাধ্যায় – পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও জনস্বাস্থ্য কারিগরি

জাভেদ খান – অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা

আব্দুর রেজ্জাক মোল্লা – খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যান

শুভেন্দু অধিকারী – পরিবহণ

সাধন পাণ্ডে – ক্রেতা সুরক্ষা ও স্বনির্ভর গোষ্ঠী

গৌতম দেব – পর্যটন

অবনী মোহন জোয়ারদার – কারা, উদ্বাস্তু পুনর্গঠন

ব্রাত্য বসু – তথ্য-প্রযুক্তি, ইলেকট্রনিক্স

জ্যোতিপ্রিয় মল্লিক – খাদ্য ও গণবণ্টন

বিনয়কৃষ্ণ বর্মণ – বন দফতর

চন্দ্রনাথ সিংহ – মত্‍স্যমন্ত্রী

জেমস কুজুর – আদিবাসী উন্নয়ন

রবীন্দ্রনাথ ঘোষ – উত্তরবঙ্গ উন্নয়ন

শান্তিরাম মাহাত – পশ্চিমাঞ্চল উন্নয়ন

চূড়ামণি মাহাত – অনগ্রসর শ্রেণি কল্যাণ

মলয় ঘটক- আইন ও শ্রম

রাজীব বন্দ্যোপাধ্যায়- সেচ ও জলবণ্টন, জলপথ উন্নয়ন

তপন দাশগুপ্ত – কৃষি বিপণন

অরূপ রায় – সমবায়

আশিস বন্দ্যোপাধ্যায় – জৈব প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিসংখ্যান, পরিকল্পনা রূপায়ন

সৌমেন মহাপাত্র – জলসম্পদ

প্রতিমন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী

ইন্দ্রনীল সেন – তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রী

লক্ষ্মীরতন শুক্লা – পূর্ত, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শশী পাঁজা – নারী ও শিশু কল্যাণ দফতর (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিদ্দিকুল্লা চৌধুরী – গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার প্রতিমন্ত্রী

জাকির হোসেন – শ্রম প্রতিমন্ত্রী

শ্যামল সাঁতরা – পঞ্চায়েত প্রতিমন্ত্রী

গিয়াসুদ্দিন মোল্লা – সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী

গুলাম রব্বানি – পর্যটন প্রতিমন্ত্রী

অসীমা পাত্র – কারিগরি শিক্ষা (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)

স্বপন দেবনাথ – ক্ষুদ্র শিল্প, ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রতিমন্ত্রী

মন্টুরাম পাখিরা – সুন্দরবন উন্নয়ন (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)

সন্ধ্যারানি টুডু – অনগ্রসরশ্রেণি কল্যাণ – প্রতিমন্ত্রী

গতবারের মন্ত্রিসভায় থাকা কয়েকজন মন্ত্রী এবার ভোটে হেরে গেছেন। এঁদের মধ্যে চারজনকে প্রথম থেকেই তাঁরা যে যে দফতরের মন্ত্রী ছিলেন সেই সেই দফতরের গুরুত্বপূর্ণ পদে রাখা হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এঁদের মধ্যে রয়েছেন মণীশ গুপ্ত, চন্দ্রিমা ভট্টাচার্য, শংকর চক্রবর্তী ও উপেন বিশ্বাস।

Share
Published by
News Desk

Recent Posts