Categories: Kolkata

নন্দনে দেখানো গেল না ‘কসমিক সেক্স’

Published by
News Desk

‘কসমিক সেক্স’ সিনেমাটিকে নন্দনে দেখানোর অনুমতি দিল না নন্দন কর্তৃপক্ষ। সেন্সর বোর্ডের তরফে ‘এ’ সার্টিফিকেট দিয়ে সিনেমাটি প্রদর্শনের অনুমতি আগেই দেওয়া হয়েছে। সেইমত শুক্রবার থেকে অমিতাভ চক্রবর্তী পরিচালিত ও ঋ, আয়ুষ্মান সহ অন্যান্য কলাকুশলী অভিনীত বাংলা সিনেমাটি নন্দনে প্রদর্শিত হওয়ার কথা। কিন্তু নন্দনে সেই সিনেমা প্রদর্শনের অনুমতি না দেওয়ায় ইতিমধ্যেই প্রশ্নের মুখে নন্দন কর্তৃপক্ষ। কেন সিনেমা প্রদর্শনে নন্দন কর্তৃপক্ষ বাধা দিচ্ছে তা জানতে চেয়েছেন টলিউডের অভিনেতা, অভিনেত্রী থেকে পরিচালকদের একাংশ। বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ তাঁরা। যদিও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি নন্দন কর্তৃপক্ষ। সূত্রের খবর, সেন্সরের বাধা টপকালেও ফ্রন্টাল ন্যুডিটির আধিক্য থাকায় সিনেমাটিকে নন্দনে দেখানোর ছাড়পত্র দিচ্ছে না কর্তৃপক্ষ।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts