Categories: Sports

ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর, হতাশ বাঙালি

Published by
News Desk

দুনিয়া জোড়া সমর্থকদের হতাশ করে কোপায় পথ চলা শুরু করল ব্রাজিল। হলুদ জার্সির বিশ্বখ্যাত দাপট এদিন আটকে গেল ইকুয়েডরের কাছে। খেলা শেষ হল গোলশূন্য ভাবে। ব্রাজিল বা বিশ্বের অন্যান্য জায়গা বাদই দিলাম। এদিন রবিবারের বেলা করে ওঠার রেওয়াজ ভেঙে অনেক বাঙালিই বিছানা ছেড়েছিলেন ব্রাজিলের ম্যাজিক উপভোগ করতে। কিন্তু এদিন কার্যতই হতাশ হয়েছেন কলকাতায় ব্রাজিলের লক্ষ লক্ষ অনুরাগী। তবে ফুটবল প্রেমী বাঙালি এদিন ইকুয়েডরের তারিফ করতেও ছাড়েননি। রবিবারের পাড়া বা ক্লাবের আড্ডায় ইকুয়েডরের দুরন্ত ফর্মের কথা মেনে নিলেন অনেকেই। এবারের কোপায় ইকুয়েডর যে বড় গাঁট হতে চলেছে তাও মেনে নিয়েছেন তাঁরা।

Share
Published by
News Desk

Recent Posts