Categories: Sports

চিলিকে হারিয়ে মধুর প্রতিশোধ মেসিহীন আর্জেন্টিনার

Published by
News Desk

একেই বলে মধুর প্রতিশোধ। গতবার কোপা ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েই কাপ ঘরে তুলেছিল চিলি। সেই চিলিকেই এদিন প্রথম ম্যাচে হারিয়ে দিল মেসিহীন আর্জেন্টিনা। জিতে শুধু তিন পয়েন্ট ঘরেই তুলল না, সেইসঙ্গে গতবারের ক্ষতে প্রলেপও দিয়ে নিল নীল-সাদা বাহিনী। কোপার শুরুতে  ব্রাজিল হতাশ করেছিল। কিন্তু আর্জেন্টিনা করল না। চোটের জন্য মেসিকে ছাড়াই শক্ত প্রতিপক্ষ চিলির বিরুদ্ধে এদিন মাঠে নামে আর্জেন্টিনা। চিলিকে এদিন ২-১ গোলে হারিয়ে মনোবলটাও বাড়িয়ে নিল নীল-সাদা ব্রিগেড। অ্যাঞ্জেল ডি মারিয়া ও ইভার বানেগার করা দুটি গোল এদিন নীল-সাদা দলকে পুরো তিন পয়েন্ট পাইয়ে দিল। মূল সময়ে ২-০এ এগিয়ে ছিল আর্জেন্টিনা। ইনজুরি টাইমে পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নামা জোসে ফুয়েনজালিদা এক গোল শোধ করে কিছুটা হলেও চিলির মুখরক্ষা করেন। গ্রুপ ডি তে পানামা ও বলিভিয়ার সঙ্গে দুটি খেলা বাকি। দুই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে হারিয়ে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবেই কোয়ার্টার ফাইনালে যাবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞেরা।

Share
Published by
News Desk

Recent Posts