সোনা, টাকা, জিনিস কিছুই নিল না, দরজা ভেঙে বাড়িতে ঢুকে খাবার খেয়ে পালাল ৫ চোর
চুরি তো বটেই। তবে এ চুরি সাধারণ চুরি নয়। কারণ চোরেরা মা ও তার ৪ সন্তান। সাকুল্যে ৫ জন। আর তারা সোনাদানা, টাকাকড়ি, জিনিসপত্র কিছুর দিকে ফিরেও চাইল না।

দরজা ভেঙে বেসমেন্টের দিক দিয়ে বাড়িটিতে প্রবেশ করে ৫ জন। মা ও তার ৪ সন্তান। দরজা ভেঙে যখন বাড়িতে লুকিয়ে ঢোকে তখন বাড়ির বাসিন্দারা ছিলেন। কিন্তু তাঁরা এ চোরদের ঘাঁটাতে সাহস পাননি। কেবল সাহস করে চুপিসারে পুলিশে ফোনটা করে দেন।
চুরির মতলবেই যে বাড়িতে ঢোকা তা নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। তবে চোর বাড়িতে ঢুকে প্রথমেই নজর করে কোথায় সোনাদানা, গয়নাগাটি, টাকাকড়ি, জিনিসপত্র রাখা রয়েছে।
সেগুলোর নাগাল পাওয়ার পর আর সময় নষ্ট না করে সেগুলো নিয়ে পালিয়ে যায়। এক্ষেত্রেও চোরেরা সময় নষ্ট করেনি। তবে নেহাতই নির্লোভ এই ৫ চোর। দামি জিনিসে তাদের এতটুকু মোহ নেই। তাদের লক্ষ্য ছিল রান্নাঘর।
রান্নাঘরটা খুঁজে ৫ জনই সোজা ঢুকে পড়ে রান্নাঘরে। সেখানে যা খাবার ছিল ৫ জনে মিলে খেয়ে নেয়। রান্নাঘরে রাখা সব খাবার উদরে পাচার করে তারা।
হয়তো খাবার চুরির সঙ্গে সঙ্গে পুলিশের আসা নিয়েও সজাগ ছিল এই ৫ জন। তাই পুলিশ পৌঁছনোর আগেই তারা যে পথে বাড়িতে লুকিয়ে ঢুকেছিল, সেই ভাঙা দরজা দিয়ে গা ঢাকা দেয়।
পুলিশ পৌঁছে ওই বাড়ির লোকজনের কাছেই জানতে পারে যে একটি বড় চেহারার কালো ভাল্লুক ও ৪টি ছোট চেহারার ভাল্লুক তাঁদের বাড়িতে প্রবেশ করে খাবার খেয়ে পালিয়েছে।
পরে নিশ্চিত হয় যে মা ভাল্লুক তার ৪ ভাল্লুক শাবককে নিয়ে খাবার খেতে লুকিয়ে ঢুকেছিল এই বাড়িতে। ঘটনাটি ঘটেছে আমেরিকার কানেকটিকাটে।