World

পালিয়ে গিয়েছিল ৩ জন, ২ দিন পর ঘরে ফিরে এল ৪ জন

তারা ৩ জন পালিয়ে গিয়েছিল একসঙ্গে। বেড়া টপকে পালিয়েছিল তারা। ২ দিন পর তারাই আবার ফিরে এল। সঙ্গে এল এক আগন্তুকও।

Published by
News Desk

যাঁর জিম্মায় তারা ছিল সেই মহিলা গত রবিবার জানতে পারেন, তারা পালিয়েছে। ৩ জন পালিয়েছে। একসঙ্গেই কাঁটাতারের বেড়া টপকে পালিয়েছে তারা। এ যেন ৩ জন পরিকল্পনা করেই চম্পট দেয়। খোঁজ শুরু হলেও তাদের খোঁজ মেলেনি। পুলিশও তাদের টিকিটি পায়নি।

এরপর ২ দিন কেটে যায়। কোনও খোঁজ নেই ৩ জনের। কিন্তু ২ দিন পর তারা ফিরে এল। খোঁজাখুঁজি করে ফল হয়নি, তবে তারা নিজেরাই আবার ফিরে আসে। ৩ জন তো ফেরেই, সঙ্গে নিয়ে আসে আর একজনকে।

তাদের নতুন এক অতিথিকে। ছোট্ট অতিথি। সবে জন্ম হয়েছে। এ যেন কাউকে কিছু না জানিয়েই মাতৃত্বকালীন ছুটিতে চলে গিয়েছিল ৩ জন। যারা সন্তানের হাত ধরে রাতের অন্ধকারেই ফিরে এল ঘরে।

৩ জন আর কেউ নয়, ৩টি বাইসন। আমেরিকার কানেকটিকাটে আমান্ডা মারেস্কা নামে এক মহিলার খামারে তারা পোষ্য হিসাবেই ছিল। খামার ঘেরা ছিল কাঁটাতারের বেড়া দিয়ে। সকলের অলক্ষ্যে যা টপকে ৩ জন পালায়।

মনে করা হচ্ছে সন্তানের জন্ম নিভৃতে দিতেই এই পলায়ন। তারপর সন্তানের জন্ম হওয়ার পর সন্তানের মুখ মনিবকে দেখাতেই যেন তারা ফিরে এল নিজ গৃহে।

ঘটনাটি রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্থানীয়ভাবে। অনেক সংবাদমাধ্যমেও খবরটি জায়গা করে নিয়েছে। এমন খবর কি আর চাপা থাকে।

Share
Published by
News Desk

Recent Posts