World

পর পর বাড়ি মুড়ে গেল পায়খানায়, বাগানেরও একই অবস্থা

এমন কাণ্ড দেখার পর বাসিন্দাদের মাথা কাজ করেনা। বাড়ির দেওয়াল ভরে আছে পায়খানায়। বাড়ির সামনের বাগানে ঘাসের চেয়ে পায়খানা বেশি।

Published by
News Desk

তাঁদের সাজানো বাড়ির দেওয়াল ভরে গেছে পায়খানায়। নরম পায়খানা লেপ্টে গেছে বাড়ির দেওয়ালময়। কোনও বাড়ির বেশি, কোনও বাড়ির কম। বাড়ি সংলগ্ন ছোট বাগান সুন্দর করে সাজানো ছিল। সবুজ ঘাস, গাছ এক সুন্দর পরিবেশ করে রেখেছিল। সেই ঘাস, গাছ দেখাই যাচ্ছেনা।

সেখানে ঘাস কম দেখা যাচ্ছে, পায়খানা বেশি। পুরো জায়গাটা মানুষের মলে ভরে গিয়েছে। এমন সুন্দর পরিপাটি করে সাজানো এলাকার এমন দশা কে করল!

বাসিন্দারা একে তাঁদের বাড়ির এমন হাল দেখে মুষড়ে পড়েছেন। তারমধ্যে আবার টিকতেও পারছেন না সেখানে। এমন চড়া দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে ওই মল থেকে।

এমন ভয়ংকর অবস্থা হল কীভাবে? ঘটনার জন্য দায়ী একটি ট্রাক। মল নিয়ে যাওয়া ওই ট্রাকটি কোনওভাবে রাস্তায় নিয়ন্ত্রণ হারায়। তারপর প্রায় উল্টে যাওয়া অবস্থায় গিয়ে ধাক্কা মারে একটি গাড়িতে।

ট্রাকটি উল্টে পড়ায় ট্রাকের মধ্যে ভর্তি থাকা মল ছিটকে বেরিয়ে আসে। ওই বিপুল পরিমাণ মল ছড়িয়ে পড়ে সর্বত্র। আশপাশে যত বাড়ি ছিল সব বাড়িতে তা ছিটকে লেগে যায়। বাড়ির বাগানেও ছড়িয়ে পড়ে ওই মল।

ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের কানেকটিকাট রাজ্যের পমফ্রেট শহরে। এই ঘটনা গোটা এলাকার মানুষের মধ্যে ক্ষোভ চরমে তোলে। দ্রুত এলাকা সাফাইয়ের কাজ শুরু করে প্রশাসন। তবে নিখুঁতভাবে এই সর্বত্র লেপ্টে যাওয়া মলকে সাফ করা মুখের কথা নয়।

Share
Published by
News Desk

Recent Posts