World

মাতাল হয়ে গেল একজোড়া শকুন, পারল না উড়তেও

মদ্যপান করে মদ্যপ অবস্থায় মানুষের পক্ষেও বেশিক্ষণ হাঁটা বা কোনও কাজ করা মুশকিল হয়। ২টি বিশালকায় পাখির ক্ষেত্রেও সেটাই ঘটল। উড়তে চেয়েও উড়তে পারল না তারা।

Published by
News Desk

২টি বিশাল চেহারার পাখি ওড়ার চেষ্টা করছে কিন্তু উড়তে পারছেনা। ভাল করে হাঁটতেও পারছেনা। এমনকি ভাল করে সোজা হয়ে দাঁড়াতেও পারছিলনা। দেখে মনে হচ্ছিল যেন ২ জন এতটাই অসুস্থ যে তাদের প্রাণবায়ু আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যেতে পারে।

তাদের এমন অবস্থায় দেখার পরই তাদের উদ্ধার করেন প্রাণি উদ্ধারের সঙ্গে যুক্ত মানুষজন। ভাল করে পরীক্ষা করতে অবশ্য চিকিৎসকেরা অবাক হয়ে যান।

চিকিৎসকেরা যেটা মনে করছিলেন যে পাখি ২টি খুবই অসুস্থ তা কিন্তু নয়। বরং চিকিৎসকেরা বুঝতে পারেন পাখি ২টি মাতাল হয়ে গেছে। প্রচুর মদ্যপান করলে যে অবস্থা হয় তাদের ঠিক তাই হয়েছে।

কীভাবে ওই বড় চেহারার শকুন ২টি মাতাল হয়ে গেল? তার খোঁজ করতে গিয়ে জানা যায় যে তারা জঞ্জাল থেকে খাবার খুঁজতে গিয়ে এমন কিছু খেয়েছিল যা দীর্ঘ সময় ধরে পড়ে থাকার ফলে এতটাই পচে গিয়েছিল যে তা ওই পাখি ২টিকে মাতাল করে দেয়।

এজন্য মানুষের ভুলকেই দায়ী করেছেন বিশেষজ্ঞেরা। তাঁদের মতে, জঞ্জাল ফেলার জন্য যে ডাস্টবিন থাকে তার উপরটা ঢাকা দেওয়া না হলে অনেক পশুপাখিই এমন এক অবস্থার শিকার হতে পারে। তাই জঞ্জাল ফেলার পর সেই ডাস্টবিন অবশ্যই ঢেকে দেওয়া উচিত। কিন্তু এক্ষেত্রে তা না হওয়ায় ২টি শকুন তার শিকার হল।

শকুন ২টিকে চিকিৎসকেরা প্রচুর জল পান করান। সারারাত জল পানের মধ্যে রাখার পর সকালে অনেকটা ব্রেকফাস্ট করানো হয় তাদের। এতে তারা অনেকটাই সুস্থ হয়ে ওঠে। তারপর তাদের ফের প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে আমেরিকার কানেকটিকাটে।

Share
Published by
News Desk

Recent Posts