World

ওড়ার পরই ঘন জনবসতির ওপর ভেঙে পড়ল বিমান, মৃত্যু বাড়ছে

Published by
News Desk

রানওয়ে ছেড়ে বিমানটি সবে উড়েছিল আকাশে। এদিকে বিমানবন্দরের পাশেই ঘন জনবসতি। তার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল বিমানটি। আর ঠিক তখনই বিমানটি ভেঙে পড়ে। ওড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে ঘন জনবসতির বেশ কিছু বাড়ির ওপর। ভেঙে পড়ার পরই বিমানে আগুন লেগে যায়। এদিকে গোটা এলাকা জুড়ে তখন আর্তনাদ আর পোড়া গন্ধ।

ঘটনাটি ঘটেছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গো-র পূর্ব প্রান্তের শহর গোমা-তে। বিজি বি নামে একটি বেসরকারি উড়ান সংস্থার এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিজি বি উত্তর ও দক্ষিণ কিভু প্রদেশের মধ্যে উড়ান পরিষেবা চালিয়ে আসছে। অনেক দিন ধরেই চলছে তাদের উড়ান। গোমা বিমানবন্দর থেকেই বিজি বি-র বিমানটি যাত্রীদের নিয়ে আকাশে ওড়ে। আর তারপরই দুর্ঘটনা।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এদিকে বিমানটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। অনেকগুলি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত ২৯টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকারীদের দাবি, এখনও আরও দেহ ধ্বংসাবশেষের মধ্যে চাপা পড়ে থাকতে পারে। এই দুর্ঘটনায় বিমান যাত্রীরাই নন, সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। ঘন জনবসতির ওপর ভেঙে পড়ায় তা অনেক সাধারণ মানুষেরও প্রাণ কেড়ে নিয়েছে। অনেককে হাসপাতালে পাঠিয়েছে। প্রচুর সম্পত্তি শেষ হয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Congo

Recent Posts