World

আপনমনে পপকর্ন খাচ্ছিল ছেলেটা, জানতও না ঘাড়ের কাছে কে উঁকি দিচ্ছে

দেখতে পায়নি সেটাই বোধহয় ভাল হয়েছে। কারণ দেখতে পেলে কিশোর ছেলেটি এমন কিছু করে ফেলত যাতে তার ক্ষতিও হতে পারত।

Published by
News Desk

পরিবারের সঙ্গে সেও এসেছিল আত্মীয়ের বাড়িতে। বাড়িটি সুন্দর। বেড়ানোর জন্য আদর্শ। বাড়ির পিছন দিকটা জঙ্গল। লম্বা লম্বা গাছের ফাঁক গলে আসা সোনালি রোদ এক সুন্দর প্রকৃতি উপহার দিয়েছে। সেখানে একটা চেয়ারে আলস দেহে পপকর্ন হাতে নিয়ে বসতে কার না ভাল লাগে!

কিশোর ছেলেটিও সেই মনোরম পরিবেশে পপকর্ন খেতে খেতে নিজের মধ্যেই হারিয়ে গিয়েছিল। আর সেটাই হয়তো তার জন্য ভাল হল। কারণ সে জানতেও পারল না এই জঙ্গল ঘেরা অপরূপ পরিবেশে তার পিছনে কি ঘটে চলেছে।

একটি সুরক্ষা ক্যামেরায় বিষয়টি ধরা পড়েছে। আর যাঁরাই তা দেখেছেন তাঁদেরই শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেছে। দেখা গেছে একটি বিশাল চেহারার ভাল্লুক আলতো পায়ে জঙ্গল থেকে এসে তার পিছনে এসে দাঁড়ায়। তারপর মুখটা বাড়িয়ে দেয় কিশোরের ঘাড়ের কাছে। লক্ষ্য তার পপকর্নের দিকে।

এটা দেখার পর পরিবারের কয়েকজন চিৎকার করে ওঠেন। তাঁদের আচমকা চিৎকারে ভাল্লুকটি ভয় পেয়ে যায়। দ্রুত মুখ ঘুরিয়ে পালায় জঙ্গলের দিকে।

এদিকে চিৎকারে ওই কিশোরও লাফিয়ে উঠে পড়ে। ঘুরে দেখে একটি ভাল্লুক ক্রমে পালাচ্ছে জঙ্গলের দিকে। পরিবারের সকলেই ছুটে আসেন ওই কিশোরের দিকে।

তার কোনও ক্ষতি করতে পারেনি ভাল্লুকটি। তবে ওই চিৎকারে ভয় না পেলে সে কি করত তা অজানা। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে।

Share
Published by
News Desk

Recent Posts