World

বাড়ি থেকে পালিয়ে পুকুরে স্নান করতে নেমে যত বিপত্তি, কার জানেন

বাড়ি থেকে সবার চোখ এড়িয়ে পালিয়েছিল সে। পালিয়ে একটি পুকুর দেখে তার স্নান করার ইচ্ছা জাগে। কার ইচ্ছা জাগে সেটা শুনলে বিশ্বাস করতে পারবেননা।

Published by
News Desk

বাড়িতে বেশ যত্নেই কাটছিল। কিন্তু তার এতটুকু ইচ্ছা ছিলনা সেখানে থাকার। তাই অপেক্ষায় ছিল পালানোর জন্য। সে সুযোগ যখন এল তা কাজে লাগাতে দেরি করেনি সে। সকলের চোখ এড়িয়ে সে বাড়ি থেকে চম্পট দেয়। তারপর এদিক ওদিক সেদিক ঘুরে পৌঁছে যায় একটি পুকুরের ধারে।

পাশ দিয়ে চলে গেছে হাইওয়ে। তার পাশেই বিশাল পুকুর। পুকুরের ধার প্রচুর বড় বড় ঘাসে ভরা। পুকুর দেখে তার স্নানের ইচ্ছা জাগে। ইচ্ছা পূরণ করতে সে নেমে পড়ে পুকুরের টলটলে জলে গা ভেজাতে।

কিন্তু পুকুরে কিছুটা নামার পরই বুঝতে পারে বড় সমস্যায় পড়ে গেছে সে। না পারছে এগোতে, আর না পারছে পিছোতে। পুকুরের নরম মাটিতে তার ভারী চেহারার অনেকটাই বসে গেছে। বেশি নড়াচড়া করলে আরও শরীরটা বসে যাচ্ছে।

এমন অসহায় পরিস্থিতিতে পড়া ওই বিশাল চেহারার কালো ষাঁড়টিকে দেখতে পান কয়েকজন। দ্রুত তার উদ্ধারের ব্যবস্থা শুরু করে স্থানীয় প্রশাসন।

পুকুরে নেমে অবশেষে সেই ষাঁড়কে বাঁচিয়ে ফিরিয়ে আনা হয়। খুব সন্তর্পণে তাকে উদ্ধার করা হয় পুকুরের নরম মাটি থেকে। তারপর তাকে ফিরিয়ে দেওয়া হয় তার মালিকের কাছে।

পোষা ষাঁড়টি তার মনিবের বাড়ি থেকেই পালিয়ে স্নান করতে নেমেছিল এই পুকুরে। ঘটনাটি ঘটেছে আমেরিকার কলোরাডোতে। এই ঘটনার ছবি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষই সেই ঘটনার কথা জানতে পারেন।

Share
Published by
News Desk