World

৪ মাসের ওরাংওটাং কন্যার বাবা কে বলে দিলেন ৮৪ বছরের বৃদ্ধ

রহস্যভেদটা তিনি করেই ফেললেন। বয়স ৮৪ বছর। কিন্তু তাঁর অভিজ্ঞ চোখ ভুল করেনা। যিনি অবশেষে জানালেন ৪ মাসের ওরাংওটাং শিশুর বাবা কে।

Published by
News Desk

মানুষের মধ্যেই কি পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে। অন্য প্রাণিদের মধ্যে বুঝি ওঠেনা! ওঠে, বিলক্ষণ ওঠে! আর সেখানেই তো তৈরি হয়েছিল বিভ্রান্তি। যা নিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষও বেজায় সমস্যায় পড়েছিল। রহস্যভেদ করতে অবশেষে দায়িত্ব বর্তায় এক ৮৪ বছরের বৃদ্ধের ঘাড়ে।

তিনিও নিরাশ করেননি। টানটান উত্তেজনায় থাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষকে একটি খাম থেকে রেজাল্ট বার করে তিনি জানিয়ে দেন ৪ মাসের ওরাংওটাং শিশুর বাবা কে!

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ৮০ একর জমির ওপর রয়েছে ডেনভার চিড়িয়াখানা। সেখানেই রয়েছে ২টি সুমাত্রান ওরাংওটাং। একটির নাম বেরানি। বয়স ৩০ বছর। অন্যটির নাম জায়া। বয়স ১৬ বছর।

প্রশ্ন উঠেছিল ৪ মাস আগে জন্ম নেওয়া এক কন্যা ওরাংওটাংয়ের বাবা কে তা নিয়ে। বেরানি নাকি জায়া, কার ঔরসে জন্ম নিয়েছে কন্যা সন্তানটি। সেটাই ছিল বড় প্রশ্ন। যার উত্তর খুঁজে পাচ্ছিল না চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

তারা অগত্যা এই রহস্যভেদ করতে সাহায্য নেয় ৮৪ বছরের বৃদ্ধ এক বিশেষজ্ঞের। তিনি নিরাশ করেননি। অভিজ্ঞ চোখে পর্যালোচনা সহ কয়েকটি পদ্ধতি মেনে অবশেষে তিনি ওই ৪ মাসের ওরাংওটাং কন্যার বাবা কে জানাতে সক্ষম হন।

বৃদ্ধ জানান, ওই কন্যা ওরাংওটাংয়ের বাবা জায়া নয়, বেরানি। বেরানির সন্তান ওই কন্যা ওরাংওটাং। এটা জানার পর কার্যত হাঁফ ছেড়ে বাঁচে ডেনভার চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই রহস্যভেদের ছবি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে।

Share
Published by
News Desk

Recent Posts