World

গিরিখাতে গড়িয়ে পড়ল বাস, মৃত ৭

Published by
News Desk

১৯ জন যাত্রী নিয়ে ১৫০ মিটার নিচু গিরিখাতে উল্টে গেল একটি বাস। এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। বাকিরা আহত। দুর্ঘটনায় বাসের চালকেরও মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা দীর্ঘদিনের পুরনো বাসটি এখনও যাত্রী পরিবহণের কাজ করছিল। যান্ত্রিক ত্রুটির জন্যই সম্ভবত দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে মনে করছেন আধিকারিকরা। তবে বাসেরই গণ্ডগোল কিনা তা বাসটিকে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তাঁরা।

ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার সান মাতেও এলাকায়। এখানেই যাত্রী নিয়ে যাওয়ার সময় পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারান চালক। নিয়ন্ত্রণহীন বাস যাত্রী নিয়ে উল্টে যায় রাস্তার ধার ঘেঁষা গভীর গিরিখাতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Colombia

Recent Posts