SciTech

মহাকাশে একই ধাতুর একাধিক টুকরো ঠোকাঠুকি করলে ম্যাজিক হবে

মহাকাশে এখন মানুষের যাতায়াত বাড়ছে। আর সেখানে ধাতুর ব্যবহারও বাড়ছে। মহাকাশে যদি একই ধাতুর একাধিক টুকরো নিজেদের মধ্যে ঠোকাঠুকি করে তাহলে কিন্তু তাজ্জব কাণ্ড হবে।

Published by
News Desk

মহাকাশ এমন এক জায়গা যেখানে রহস্য ঘন অন্ধকারের মধ্যে সর্বত্র ছড়িয়ে থাকে। পৃথিবীতে যা হয় তা মহাকাশে হয়না। সেখানে নিয়ম আলাদা।

যেমন মহাকাশে যদি একই ধাতুর একাধিক টুকরো নিজেদের মধ্যে ঠোকাঠুকি করে তাহলে যা হবে তা দেখে যে কেউ অবাক হয়ে যেতে পারেন। মনে হতে পারে ম্যাজিক দেখানো হচ্ছে। কিন্তু যা ঘটবে তা মহাজাগতিক ম্যাজিক। কোনও মানুষের সৃষ্ট নয়।

কি হবে একই প্রকারের একাধিক ধাতুর টুকরো নিজেদের মধ্যে ঠোকাঠুকি করলে? মহাকাশে একই ধাতুর ২টি টুকরো যদি নিজেদের সংস্পর্শে আসে এবং তাদের মধ্যে সংস্পর্শে যদি সামান্যও চাপ পড়ে তাহলে কিন্তু তা ওখানেই জুড়ে যাবে।

পৃথিবীতে ২টি ধাতুখণ্ডকে জুড়ে দিতে ওয়েল্ডিং করার প্রয়োজন হয়। কিন্তু মহাকাশে সেই ২টি খণ্ডকেই হাতে ধরে একটির সঙ্গে অন্যটিকে চেপে ধরলেই তারা জুড়ে যাবে। কোনও বায়ুমণ্ডল না থাকায় এটা সম্ভব হবে।

একে বিজ্ঞানে কোল্ড ওয়েল্ডিং বলা হয়। পৃথিবীতে এমন সহজেই ২টি ধাতুর খণ্ডকে একসঙ্গে জুড়ে দেওয়া যায়না। সেটা মহাকাশে গিয়েই সম্ভব। তবে এখানে একটি শর্ত আছে।

যে ২টি ধাতব খণ্ডকে মহাকাশে হাতে করে জোড়া যাবে সে ২টিকে মসৃণ হতে হবে। সেক্ষেত্রে তারা একে অপরের সঙ্গে অণুর ইলেকট্রন আদান প্রদানের মধ্যে দিয়ে জুড়ে একটি খণ্ডে পরিণত হবে।

Share
Published by
News Desk