SciTech

ওজনে ৪ কেজি, এ কাঁকড়ার পছন্দের খাবার নারকেলের শাঁস

এক ব্যতিক্রমী সামুদ্রিক প্রাণি। অক্লেশে চড়তে পারে উঁচু গাছে। এ কাঁকড়ার পছন্দের খাদ্য তালিকাও অবাক করে দেওয়ার মত।

Published by
News Desk

নিয়ম থাকলে ব্যতিক্রম থেকেই যায়। তেমনই এক ব্যতিক্রমী সামুদ্রিক প্রাণি কোকোনাট ক্র্যাব। এই কাঁকড়া মানুষের রসনা তৃপ্ত করেনা। উল্টে অন্যান্য শান্ত ও নিরীহ পাখিপক্ষীর জন্য বিপদজনক।

উজ্জ্বল লাল-কালো মেশানো রঙ। ওজন ৯ পাউন্ড। লম্বায় ৩ ফুট এই প্রাণিটি পাখি শিকারে সিদ্ধহস্ত। অক্লেশে চড়তে পারে উঁচু গাছে। এ কাঁকড়ার পছন্দের খাদ্য তালিকাও চমকে দেওয়ার মত।

সামুদ্রিক সাদা হাঁসের মত দেখতে বুবি পাখি মেরে তার রক্ত শুষে খেতে পছন্দ করে এরা। সেইসঙ্গে গাছে চড়তে পারা এই প্রাণিটি তার শক্ত দাঁড়া দিয়ে নারকেল ফুটো করে সাদা অংশটি খেয়ে নেয়। এর থেকেই এদের নাম কোকোনাট ক্র্যাব।

ভারতমহাসাগরের বিভিন্ন দ্বীপে জলকাদা থাকা স্যাঁতস্যাঁতে জায়গায় এদের বাস। কোকোনাট ক্র্যাব-এর শিকারের ধরণ একেবারে আলাদা।

নারকেল গাছের একেবারে ওপর দিকে ফাঁদ পেতে ঘাপটি মেরে বসে থাকে এরা। বুবি পাখি একটু জিরিয়ে নিতে ডালে বসলেই আচমকা তার ওপর ঝাঁপিয়ে পড়ে এই কাঁকড়া। দাঁড়া ফুটিয়ে শুষতে থাকে রক্ত।

অন্যান্য সঙ্গীসাথীরাও রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে চলে আসে। তারপর নিজেদের মত করে দাঁড়ায় শিকারের টুকরো নিয়ে ফিরে যায় যেযার আস্তানায়।

Share
Published by
News Desk