National

ট্যুইটে বড়দিনের শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর, রাহুল পাঠালেন গ্রিটিংস কার্ড

Published by
News Desk

বড়দিনের সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামনাথ কোবিন্দ ট্যুইট করে জানিয়েছেন, সব দেশবাসী, বিশেষত খ্রিষ্টান ভাই-বোনেদের জন্য মেরি ক্রিসমাস। এটাই পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময়। শান্তি ও পুণ্যপ্রাপ্তির সময়।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে দেশবাসীকে মেরি ক্রিসমাস জানিয়েছেন। প্রভু যিশুর শিক্ষার কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী যিশুর নিরপেক্ষ সমাজ গঠনের কথা মনে করান। এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও ট্যুইটে বড়দিন উপলক্ষে গ্রিটিংস কার্ড দিয়ে সকলকে শুভেচ্ছা জানান।

Share
Published by
News Desk

Recent Posts