Sports

টি-২০ ক্রিকেটে ইতিহাস রচনা করলেন ক্রিস গেইল

Published by
News Desk

জীবনের ২০ নম্বর টি-২০ শতরানটি করেই ফেললেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। এই গ্রহের প্রথম ব্যাটসম্যান হিসাবে তিনি ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ২০টি সেঞ্চুরির বিরল ইতিহাস রচনা করলেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে ১৪৬ রান করেন এই ক্রিকেট তারকা। ঢাকা ডাইনামাইটসের বোলারদের সবরকম চেষ্টাকে বিফল করে মাঠে চার, ছয়ের বন্যা বইয়ে মাত্র ৬৯ বলে ১৪৬ রান করেন তিনি। ইনিংসে ১৮টি ছক্কা হাঁকান গেইল। তাঁর মারকুটে ব্যাটিংয়ের দৌলতে রংপুর প্রতিপক্ষের সামনে ২০৬ রানের পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ খাড়া করে। ম্যাচটি ৫৭ রানে জেতে গেইলের দল। এদিনের জয়ের পর গেইল ফের একবার প্রমাণ করলেন যেদিন তাঁর ব্যাট কথা বলে সেদিন তাঁর দলের জয় আটকায় কে!

Share
Published by
News Desk
Tags: Chris Gayle

Recent Posts