Entertainment

কোন অভিনেত্রীর সঙ্গে নাচতে চান, অভিনয় করতে চান, খোলাখুলি জানালেন ক্রিস গেইল

ক্রিকেটের বাইশ গজে তাঁর দাপট ক্রিকেট বিশ্বের অজানা নয়। এখন অবশ্য তিনি মন দিয়েছেন সুরের জগতেও। বলিউডে অভিনয় করতেও চান তিনি।

Published by
News Desk

ক্রিকেট দুনিয়া তাঁকে এক নির্মম ব্যাটার হিসাবে চেনে। তাঁর ব্যাট চলতে শুরু মানে কোনও বোলারের নিস্তার নেই। সেই জামাইকান ক্রিকেটার ক্রিস গেইল এখন কার্যত ২২ গজকে বিদায় জানিয়ে অন্য দুনিয়ায় নিজের জায়গা করতে চাইছেন।

ইতিমধ্যেই ‘ওহ ফাতিমা’ নামে একটি মিউজিক ভিডিও গেইল বানিয়ে ফেলেছেন সুরকার, গীতিকার এবং গায়ক অর্কপ্রভ মুখোপাধ্যায়ের সঙ্গে।

এখানে গানও গেয়েছেন ক্রিস গেইল। শ্যুটিং হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর বিভিন্ন লোকেশনে। এই মিউজিক ভিডিও নিয়ে উচ্ছ্বসিত ক্রিস। এবার তিনি চাইছেন বলিউডেও পা রাখতে।

বলিউডে পা রাখতে পারলে তিনি কোন অভিনেত্রীকে তাঁর বিপরীতে চাইবেন কোনরকম রাখ ঢাক না করেই স্পষ্ট করেছেন ক্রিস গেইল। জানিয়েছেন অভিনয়ের পাশাপাশি তিনি ওই অভিনেত্রীর সঙ্গে নাচতেও চাইবেন।

কোন অভিনেত্রী ক্রিস গেইলের এত পছন্দের? ক্রিস জানিয়েছেন, তিনি দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করতে চান, নাচতে চান।

আর কোনও অভিনেত্রীর নাম কিন্তু মুখে আনেননি ক্রিস গেইল। এটা থেকে অনুমেয় যে দীপিকা পাড়ুকোনই তাঁর সবচেয়ে পছন্দের অভিনেত্রী।

ক্রিস গেইল এটাও জানিয়েছেন, সঙ্গীতের প্রতি তাঁর একটা আকর্ষণ প্রথম থেকেই ছিল। যখন তিনি ক্রিকেট খেলছেন তখনও তাঁর সঙ্গীত জগতে পা রাখার ইচ্ছা ছিল।

এখন যখন ক্রিকেট থেকে কিছুটা দূরে তিনি, তাই এখন মন দিয়ে সঙ্গীত চর্চা করতে চাইছেন ক্রিকেট দুনিয়ার ইউনিভার্সাল বস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk