SciTech

বলা হয় শয়তানের হাত, রক্তবর্ণ আঙুল দেখে ভয় পেয়ে যান অনেকে

আচমকা দেখলে অনেকে ভয়ও পেয়ে যেতে পারেন। রক্তবর্ণ আঙুলগুলো বেরিয়ে আছে বাইরে। যাকে ডাকাও হয় অদ্ভুত নামে। ডাকা হয় শয়তানের হাত বলে।

Published by
News Desk

দেখলে ভয় ধরার জন্য যথেষ্ট। লাল নখের আঙুলগুলো যেন রক্ত লোলুপ টানে এগিয়ে আসছে। হাতের চেটো পাতা রয়েছে। সাধে কি আর নাম হয়েছে শয়তানের হাত! কিন্তু সত্যিই কি তা শয়তানের হাত?

সত্যিই কি এই রক্ত লাল হাত বা বেরিয়ে থাকা নখের পিছনে কোনও বিপদ লুকিয়ে আছে? দেখতে এমনটা হলেও আদপে কিন্তু ভয়ের কিছুই নেই। বরং এ হাত বড়ই মোলায়েম।

রক্তে রাঙা নখ বেরিয়ে থাকা হাতের মত এই বস্তুটি আসলে একটি ফুল। অনেকে অবশ্য একে একটি গাছ বলেও ব্যাখ্যা করে থাকেন।

উত্তর আমেরিকার দক্ষিণ মেক্সিকো এবং গুয়াতেমালায় এই ফুল দেখতে পাওয়া যায়। পাহাড়ি এলাকার ঢালে এই ফুল দেখা যায়।

তবে শুধু গুয়াতেমালা বা মেক্সিকো বলেই নয়, উত্তর আমেরিকার বিভিন্ন জায়গাতেই এই ডেভিলস হ্যান্ড বা মাঙ্কিস হ্যান্ড বা মেক্সিকান হ্যান্ড নামে ফুল বা ফুল গাছ দেখতে পাওয়া যায়। যার এই ভয়ংকর দর্শন তাকে বিখ্যাত করে তুলেছে।

এ ফুল যত ভয়ংকর দেখতে তার ধারেকাছেও কিন্তু ঝুঁকির নয়। বরং এই ফুল দিয়ে একটা সময় চিকিৎসা হত। এগুলি যেখানে বেশি ফোটে সেখানে এক সময় পেটব্যথা উপশমে এই ফুল কাজে লাগানোর রেওয়াজ ছিল।

সেই সঙ্গে হৃদরোগ সারাতেও এই ফুলের ব্যবহার ছিল। এমনকি এই ফুল দিয়ে কোলেস্টেরল কমানোর কাজও করা হত একসময়।

Share
Published by
News Desk

Recent Posts