Categories: World

সিংহ পোষার অভিযোগে জরিমানা

Published by
News Desk

সিংহ পোষার অভিযোগে একটি বৌদ্ধ মন্দিরকে ৩ হাজার ইউয়ান বা ৪৬৩ ডলার জরিমানা করল স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে চিনের সাংঝি প্রদেশে জিয়াং শহরে। প্রশাসনের অভিযোগ মন্দির চত্বরে একটি সিংহকে বেআইনিভাবে রেখে দিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। খবর পাওয়ার পর সিংহটিকে উদ্ধার করে প্রশাসন। সেইসঙ্গে ওই মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তও শুরু করা হয়েছে। সঙ্গে মোটা অঙ্কের জরিমানা। মন্দিরের পক্ষ থেকে জানান হয়েছে, দুটি মৃতপ্রায় সিংহশাবক তাদের কাছে দিয়ে যাওয়া হয়েছিল। তারাই সেগুলিকে বাঁচানোর জন্য যাবতীয় পদক্ষেপ করে। একটিকে বাঁচানো সম্ভব না হলেও অন্যটি বেঁচে যায়। সেটিই এখানে ছিল।

Share
Published by
News Desk