World

বিশ্বের প্রথম করোনা রোগীর খোঁজ দিলেন বিজ্ঞানীরা, কোথায় তাও জানালেন

বিশ্বের প্রথম করোনা রোগী কে? এপ্রশ্ন দীর্ঘদিনের। দীর্ঘ গবেষণার পর অবশেষে সেই প্রথম করোনা রোগীর খোঁজ দিলেন বিজ্ঞানীরা। কবে, কোথায় সূত্র তাও জানালেন।

Published by
News Desk

বিশ্বের প্রথম করোনা রোগীকে চিহ্নিত করলেন বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে কোটি কোটি করোনা রোগী ছড়িয়ে আছেন। অতিমারি এখনও বিদায় নেয়নি। গোটা বিশ্বকেই বদলে দিয়েছে করোনা অতিমারি। সেই ভয়ংকর করোনার প্রথম শিকার কে ছিলেন?

এ প্রশ্ন ছিল অনেকের মনেই। কিন্তু তার উত্তর ছিলনা বিজ্ঞানীদের কাছে। অবশেষে তাঁর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, প্রথম করোনা রোগী একজন মহিলা। যিনি সামুদ্রিক প্রাণি বিক্রি করতেন।

চিনের উহান শহর থেকেই করোনা বিশ্বে ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়। সেই উহানের হুয়ানান বাজারের ওই সামুদ্রিক মাছ বিক্রেতা মহিলার শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে ২০১৯ সালের ১১ ডিসেম্বর। তারপর দেখা যায় ওই বাজারের অনেক বিক্রেতার মধ্যেই এই উপসর্গ ধরা পড়ছে।

ওই মহিলা, নাকি ওই বাজারেরই বিক্রেতা এক পুরুষ ছিলেন প্রথম করোনা রোগী? এ নিয়ে একটা দ্বিধা ছিল বিজ্ঞানীদের মনে। কারণ ওই পুরুষ বিক্রেতার জ্বর আসে ৮ ডিসেম্বর ২০১৯-এ। কিন্তু তাঁর করোনা উপসর্গ ধরা পড়ে ১৬ ডিসেম্বর থেকে।

যেহেতু উপসর্গ প্রথম ১১ ডিসেম্বর ওই মহিলার দেহে ধরা পড়েছিল, তাই তাঁকেই বিশ্বের প্রথম করোনা রোগী হিসাবে ধরে নেওয়া হচ্ছে।

কিন্তু ওই মহিলা বা ওই পুরুষের দেহে করোনা এল কোথা থেকে? তা নিয়ে অবশ্য এখনও ধন্ধ রয়েছে। তবে এই হুয়ানান বাজার থেকেই করোনা ছড়ানো শুরু হয় বলে অনেকটাই নিশ্চিত বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts