Business

পেট্রোল, ডিজেলের গাড়ি নিষিদ্ধ করার কথা ভাবছে চিন

Published by
News Desk

কিছুদিনের মধ্যেই কী তবে চিনের রাস্তায় আর দেখা মিলবে না পেট্রোল বা ডিজেল গাড়ির? প্রশ্নটা এখন চিনের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। উস্কানিটা দিয়েছে খোদ চিন সরকার। চিন সরকার পেট্রোল ও ডিজেল গাড়ি নিষিদ্ধ ঘোষণা করে দেশ জুড়ে বৈদ্যুতিন গাড়ি চালু করার কথা চিন্তাভাবনা করতে শুরু করেছে। অনেকটা নাকি এগিয়েছে আলোচনা। ইতিমধ্যেই ব্রিটেন ও ফ্রান্স জানিয়ে দিয়েছে দূষণ নিয়ন্ত্রণে তারা ২০৪০ সালের মধ্যে পেট্রোল বা ডিজেলের গাড়ি আইন করে নিষিদ্ধ করতে চলেছে।

এদিকে চিন সরকার পেট্রোল, ডিজেল গাড়ি ব্যান করে সেখানে ইলেকট্রিক গাড়ি চালাতে চলেছে, এমন কথা সামনে আসার পর এদিন চিনের শেয়ার বাজারে ইলেকট্রিক গাড়ি সংস্থাগুলির শেয়ারদর হুড়হুড় করে বেড়েছে।

Share
Published by
News Desk

Recent Posts