SciTech

১৫ হাজার বছর আগেও ভাইরাস ছিল, খোঁজ মিলল বরফে

১৫ হাজার বছর আগেও ভাইরাস ছিল। এমনই এক চমকপ্রদ খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। ভাইরাসগুলিকে খুঁজে পাওয়া গেছে বরফের মধ্যে। এখনও ভাইরাসগুলি রয়েছে ফ্রোজেন হওয়ায়।

অনেকে বলে থাকেন যত দূষণ বাড়ছে ততই ভাইরাস জাতীয় জীবাণুর দাপট বাড়ছে। কথাটা হয়তো ঠিক নয়। নাহলে ১৫ হাজার বছর আগেও ভাইরাসের অস্তিত্ব পাওয়া যেত না।

অথচ ১৫ হাজার বছর আগেও যে ভাইরাস এই পৃথিবীতে ভেসে বেড়াত, সেগুলিরও যে সংক্রমণ ক্ষমতা যথেষ্ট ছিল তার প্রমাণ পেলেন বিজ্ঞানীরা।


বরফের স্তরে এই ভাইরাসের খোঁজ পাওয়া গেছে। এক ধরণের ভাইরাসই পাওয়া যায়নি। পাওয়া গেছে ৩৩ রকমের ভাইরাস। এই ভাইরাসগুলি চরম আবহাওয়াতেও বেঁচে থাকতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

পশ্চিম চিনে গুলিয়া আইস ক্যাপের থেকে বরফ সংগ্রহ করে সেগুলি পরীক্ষা করা হয়। বরফ পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল গুলিয়ার সর্বোচ্চ স্তর ২২ হাজার ফুট উপর থেকে।


সেই বরফের মধ্যেই মেলে এই ভাইরাসের অস্তিত্ব। বিজ্ঞানীরা মনে করছেন বাতাসে ভেসে ও গ্যাসের সঙ্গে মিশে এই ভাইরাসগুলি সে সময় তৈরি হতে থাকা হিমবাহের বরফে হিমায়িত হয়ে যায়। ফলে সেগুলি বেঁচেও যায়।

বিজ্ঞানীরা বিশেষ ধরনের আলট্রা ক্লিন পদ্ধতি কাজে লাগিয়ে এগুলির পরীক্ষা করেন। যাতে তাঁরা এই ভাইরাসে সংক্রমিত না হন।

বিজ্ঞানীরা এও জানিয়েছেন যে এই ভাইরাসগুলির মধ্যে এমন ৪টে ভাইরাস রয়েছে যারা ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে।

চিনের পশ্চিম প্রান্তের বরফে আগে খুব বেশি পরীক্ষা হয়নি। ওহিও স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা গবেষণা চালিয়ে এই ভাইরাসগুলির খোঁজ পেয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button