টর্নেডোর পর চলছে উদ্ধারকাজ, ছবি - আইএএনএস
সব কিছু শান্তই ছিল। রাত নামছে। তাই মানুষ ক্রমশ রাতের খাবার বা শোওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় সময় তখন রাত ৮টা ৪০ মিনিট। এমন সময় আচমকা ধেয়ে এল এক আকাশচুম্বী ঘূর্ণি দানব। পরিভাষায় যাকে বলা হয় টর্নেডো।
আকাশ থেকে মাটি অবধি নেমে আসা ঘূর্ণিঝড় ক্রমশ এগিয়ে এল শহরের দিকে। তারপর যেখান যেখান দিয়ে গেল সেখানেই তার তাণ্ডবের স্বাক্ষর রেখে গেল।
হিসাব বলছে একটি ৮ হাজার বর্গ মিটারের নির্মীয়মাণ এলাকার অতিকায় ছাউনি নিমেষে উড়ে যায়। ভেঙে পড়ে ২টি টাওয়ার ক্রেন।
এছাড়া অগুন্তি গাছ উপড়ে নিয়ে গেছে টর্নেডো। ২৭টি বাড়ি ভেঙে পড়েছে ঝড়ের ঝাপটায়। ১৩০টি বাড়ির কম বেশি ক্ষতি হয়েছে।
এতো গেল ক্ষয়ক্ষতির পরিমাণ। টর্নেডো কেড়ে নিয়েছে ৬টি প্রাণও। ঘূর্ণির মধ্যে পড়ে মৃত্যু হয় ৬ জনের। ঝড়ের ঝাপটায় আহত হয়েছেন ২১৮ জন।
এঁদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। তাঁদের আঘাত গুরুতর। ফলে মৃত্যু আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আরও কি ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনাটি ঘটেছে চিনের হুবেই প্রদেশের উহান শহরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা