National

প্রবল ঝড় কেড়ে নিল ৪টি প্রাণ

Published by
News Desk

প্রবল ঝড় যাকে বলে তাই। গত রবিবার থেকেই ঝোড়ো হাওয়া বইছিল। ক্রমশ তার গতি বেড়েই চলছিল। ফলে শহরে যান চলাচল মুশকিল হয়ে পড়েছিল। ১০০টির ওপর বিমান বাতিল করতে হয় ঝড়ের জন্য। আবহাওয়া দফতর নীল সতর্কতাও জারি করে। ফলে চিনের রাজধানী শহর বেজিংয়ের অবস্থা বেহাল হয়ে পড়ে। রবিবার ছিল ছুটির দিন। সোমবারও কিন্তু এই ঝড় পিছু ছাড়ল না। ফলে স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হল।

প্রবল ঝড়ে পশ্চিম বেজিংয়ে একটি দেওয়াল ভেঙে পড়ে ৩ জনের মৃত্যু হয়। ঝড়ের চোটে প্রচুর গাছ উপড়ে পড়েছে। সেই গাছের তলায় চাপা পড়েও এক ডেলিভারিম্যানের মৃত্যু হয়েছে। এছাড়া সাধারণ মানুষ বাড়িতেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এদিকে ট্রেন লাইনের ওপর গাছ উপড়ে পড়ে ট্রেন চলাচলও বিঘ্নিত হয়।

ঝড়ের চোটে গাছ উপড়ে পড়ে বেজিং শহরেই অনেক রাস্তা অবরুদ্ধ হয় পড়ে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আবহাওয়া দফতর মনে করছে রবিবার ও সোমবার টানা এই ঝড় দাপট দেখানোর পর মঙ্গলবার থেকে তা দুর্বল হয়ে সরে যাবে। আপাতত সেইদিকেই চেয়ে শহরবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts