SciTech

এই দেশে বন্ধ হল মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন

Published by
News Desk

যে কটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন রয়েছে তারমধ্যে একমাত্র মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন ‘বিং’ ব্যবহারে এতদিন কোনও নিষেধাজ্ঞা ছিলনা চিনে। এবার সেটাও লাগু হল। মাইক্রোসফটই জানিয়েছে তাদের সার্চ ইঞ্জিন বিং-কে নিজেদের দেশে নিষিদ্ধ করেছে চিন সরকার। প্রসঙ্গত এ দেশে আগেই নিষিদ্ধ হয়েছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া বিজ্ঞপ্তিতে মাইক্রোসফট জানিয়েছে তারা দেখেছে চিনে এখন আর বিং দিয়ে সার্চ করা যাচ্ছে না। ফলে তাদের পরবর্তী পদক্ষেপ এই নিয়ে কী হতে চলেছে তা তারা পরে জানাবে।

চিনের সরকারি টেলিকম সংস্থা চায়না ইউনিকম নিশ্চিত করেছে সরকার তাদের বিং-কে ব্লক করতে নির্দেশ দিয়েছে। এদিকে এটা এখনও পরিস্কার নয় যে কেন বিং-কে আচমকা চিনে বন্ধ করা হল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts