৫৫ দিন কোমায় কাটানোর পর স্কুলের বন্ধুদের একটা পদক্ষেপ জাগিয়ে তুলল ৮ বছরের বালককে
৫৫ দিনে কম চেষ্টা হয়নি। কিন্তু ৮ বছরের ওই বালককে কোমা থেকে বার করা সম্ভব হয়নি। চিকিৎসকেরাও আশা ছেড়েছিলেন। সেই ছেলেকে জাগাল তারই স্কুলের বন্ধুরা।
গাড়ি দুর্ঘটনার জেরে ৮ বছরের ছোট্ট ছেলেটা চলে যায় কোমায়। শরীর এতটুকু নড়ছে না। কোনও ডাকেই সাড়া নেই। অনেক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলেও কোনও চিকিৎসকই তেমন কোনও আশা দিতে পারেননি। বরং ওই বালকের কোমা থেকে ফেরার সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়ে দেন চিকিৎসকেরা।
হাল ছাড়েননি ছেলেটির মা। তিনি নানাভাবে চেষ্টা চালাতে থাকেন। চিকিৎসকদের পরামর্শেই তিনি তাঁর ছেলের পছন্দের গান বাজাতেন তার কাছে। পরিচিত মানুষজন তার সঙ্গে কথা বলার চেষ্টা করতেন। এমন করে কেটে যায় ৫৪ দিন। কিন্তু কোনও চেষ্টাই কাজে আসছিলনা।
ছেলেটির মা এরপর হাজির হন তার স্কুলে। স্কুলের বন্ধুরা স্কুলেরই শিক্ষিকার পরামর্শে ওই বালকের জন্য নানারকম কথা বলে একটি ভিডিও তৈরি করে। যেখানে কেউ একসঙ্গে ফুটবল খেলার জন্য বলেছে, তো অন্য বন্ধু পরীক্ষার কথা মনে করিয়ে দিয়েছে, কেউ আবার ক্লাসে ঘটা মজার কোনও ঘটনা বলেছে।
সেই ভিডিও এনে কোমায় থাকা চাক্সি নামে পরিচিত ওই বালককে শোনান তার মা। এতদিন এত চেষ্টাও যা করতে পারেনি, বন্ধুদের গলা সেই চমৎকারটা করে দেখায়। ওই বালক তার চোখ খোলে। একটি হাতও নাড়ে।
স্কুলের শিক্ষিকা এসে তাকে হোমওয়ার্ক জমা দিতে হবেনা বলায়, চোখে প্রকাশ পায় আনন্দ। এখন বালকের পুরো পরিবার তার সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় দিন গুনছে। যা নানা চিকিৎসা, নানা চেষ্টা করে দেখাতে পারেনি, স্কুলের বন্ধুরা তা করে দেখাল।
ঘটনাটি ঘটেছে চিনের হুনান প্রদেশে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর নানা সংবাদমাধ্যমে এই হৃদয় ছুঁয়ে যাওয়া খবরটি ছড়িয়ে পড়ে।













