মঙ্গলের মাটিতে অষ্ট আশ্চর্যের খোঁজ পেলেন বিজ্ঞানীরা, কারা থাকত সেখানে
লাল গ্রহের বিস্ময় ক্রমশ সামনে আসছে। এবার এমন এক মাইলফলক আবিষ্কার বিজ্ঞানীরা করলেন যা পৃথিবীর বাইরে এই প্রথম দেখতে পাওয়া গেল।
লাল গ্রহ মঙ্গল সম্বন্ধে মানুষ অনেক কিছু জেনেছেন, জানছেন। এখন আর মঙ্গল কেবল আকাশের বুকে একটা লাল বিন্দু নয়, তা মানুষের পরিচিত ভিনগ্রহ। সৌরমণ্ডলে যত গ্রহ রয়েছে তারমধ্যে মানুষ সবচেয়ে বেশি জানেন মঙ্গল সম্বন্ধে।
সেই লাল গ্রহে এবার ৮টি এমন গুহার সন্ধান পেলেন বিজ্ঞানীরা যা এক কথায় বিস্মিত করেছে বিজ্ঞানীদেরও। পৃথিবীতে এমন অনেক গুহা রয়েছে যা তৈরিতে জলের ভূমিকা থাকে। কিন্তু মঙ্গলগ্রহে এতদিন যে গুহার সন্ধান পাওয়া যেত, সেগুলি অগ্নুৎপাতের ফলে সৃষ্ট বলে মনে করতেন বিজ্ঞানীরা। সম্প্রতি চিনা বিজ্ঞানীরা মঙ্গলে এমন ৮টি গুহার সন্ধান পেয়েছেন যা একসময় জলের দ্বারা তৈরি বলে মনে করা হচ্ছে।
এই ৮টি গুহার সন্ধান পাওয়া গেছে মঙ্গলের হেবরাস ভ্যালেস নামে এলাকায়। গুহাগুলির মুখের কাছটায় এমন গর্ত রয়েছে যেখান দিয়ে সূর্যের আলো ভালভাবে প্রবেশ করতে পারে। ভিতরে যে মাটি রয়েছে তাতে কার্বোনেট এবং সালফেটের আধিক্য রয়েছে। এমনটা হয় যখন সে গুহা দিয়ে জল বয়ে যায়।
কোনও একসময় ওই গুহাগুলি জলের হাত ধরেই সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। যেখানে প্রাণের সন্ধান অবশ্যই পাওয়া যেতে পারে বলে ধারনা তাঁদের।

গুহাগুলি এমনভাবে তৈরি যে তা প্রাণ থাকার উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। তাহলে কি সেখানে ভিনগ্রহীরা থাকত? এমন প্রশ্নও অনেকের মাথায় আসছে।
তবে মঙ্গলগ্রহকে চেনার ক্ষেত্রে এই আবিষ্কার এক অসামান্য মাইলফলকের কাজ করবে বলেই মনে করছে বিশেষজ্ঞেরা। কারণ এমন গুহার খোঁজ পৃথিবীতে পাওয়া গেলেও পৃথিবীর বাইরে থাকা কোনও স্থলভাগে এমন গুহার সন্ধান পাওয়া যায়নি।













