পায়ের পাতার ওপর কিছুদিন কাটাল কান, তারপর ফিরল মাথার ধারে, অত্যাশ্চর্য ঘটনা
এক মহিলার পায়ের পাতার ওপর কান গজিয়েছে। দেখে সেটাই মনে হবে। কিন্তু সেটা সাময়িক। আবার সে কান চলে গেল যথাস্থানে। অত্যাশ্চর্য এ ঘটনায় বিস্মিত গোটা বিশ্ব।
কাজ করার সময় একটি যন্ত্রের আঘাতে এক মহিলার একটি কান সহ মাথার কিছুটা অংশ খুবলে উঠে আসে। ছিন্নভিন্ন হয়ে যায় মাংসপিণ্ড। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসা শুরু করেন। টিস্যু এবং শিরা ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় তা ফের ঠিক জায়গায় সঠিক প্রতিস্থাপন ছিল অত্যন্ত জটিল অপারেশন।
মাথার খুবলে যাওয়া অংশে অবশেষে চিকিৎসকেরা সাফল্যের সঙ্গে মাংসের প্রলেপ দিতে পারলেও কানটা ওই অংশে জোড়া লাগানো সম্ভব হয়নি। সেক্ষেত্রে কানটা ফেলে দিতে হত। চিরদিনের মত একটা কান থাকত না ওই মহিলার। চিকিৎসকেরা তা হতে দেননি। তাঁরা এক আশ্চর্য পদক্ষেপ করেন।
চিকিৎসকেরা মহিলার ছিঁড়ে যাওয়া কানটি তাঁরই পায়ের পাতার ওপর প্রতিস্থাপিত করে দেন। কারণ পায়ের পাতায় যে শিরা উপশিরা রয়েছে, যেসব তন্তু রয়েছে, তা কানের জন্য উপযুক্ত।
কান মাথার ধারে যখন লেগে থাকে তা ঠিক ওভাবেই নিশ্চিন্তে অবস্থান করে। তাই পায়ের পাতা বেছে নেন চিকিৎসকেরা। যাতে মাথার ওই অংশটি একদম সঠিকভাবে শরীরের সঙ্গে মিশে যেতে পারে।
সেটা সম্পূর্ণ হওয়ার পর কয়েক মাস পর ফের চিকিৎসকেরা কানটি পায়ের পাতার ওপর থেকে তুলে মাথার ধারে যেখানে কান থাকে সেখানেই প্রতিস্থাপিত করেন। এই মধ্যবর্তী সময়টা কানটি মহিলার পায়ের পাতার ওপর দিব্যি সতেজ হয়ে কাটিয়ে দিল। এই ঘটনা ঘটেছে চিনের জিনানে। খবরটি সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।













