World

২ বছর পর হোটেলের ঘর ছাড়লেন অতিথি, ঘর পরিস্কারে গিয়ে অজ্ঞান হওয়ার অবস্থা কর্মীদের

অতিথি ঘর ছাড়ার পর হোটেল কর্মীদের হোটেলের ঘরে ঢুকে সাফ করতে গিয়ে কার্যত অজ্ঞান হওয়ার দশা। যা দেখলেন তা বিশ্বাস করা কঠিন।

এই হোটেলটি যাঁরা ভিডিও গেম খেলতে পছন্দ করেন তাঁদের খুব পছন্দের জায়গা। এ হোটেল তাঁদেরই ভাড়া দিতে পছন্দ করে। কারণ গেমারদের সুবিধার কথা মাথায় রেখে এখানে ঘরে রয়েছে গেম খেলার উপযুক্ত চেয়ার, দারুণ গতির ইন্টারনেট সংযোগ, গেম খেলার জন্য ব্যক্তিগত পরিকাঠামো।

গেমাররা ঠিক এমনটাই চান। যাতে তাঁরা নিশ্চিন্তে গেম খেলতে পারেন। এমনই এক গেমার এই হোটেলের একটি ঘর ভাড়া নিয়েছিলেন। হালফিল নয়। বরং ২ বছর আগে।

এই ২ বছরে তিনি ঘর থেকেই খুব একটা বার হননি। কদিচ কখনও ঘর থেকে বেরিয়েছেন গত ২ বছরে। এমনকি তাঁকে ভাল করে দেখেননি অনেক কর্মী।

অবশেষে তিনি এই গেমারদের জন্য উপযুক্ত হোটেলের ঘরটি ছাড়েন। অতিথি হোটেলের ঘর ছাড়ার পর প্রতিটি হোটেলে যা নিয়ম এ হোটেলের ক্ষেত্রেও সেটাই হয়। ঘর পরিস্কার করে নতুন অতিথির জন্য সাজিয়ে ফেলতে যান হোটেল কর্মীরা। কিন্তু ঘরে ঢুকে তাঁদের অজ্ঞান হওয়ার অবস্থা হয়।

ঘরে ঢুকে তাঁরা দেখেন ঘরের অনেক জায়গায় প্রায় ৩ ফুটের ওপর উলঢাল করে রয়েছে অগুন্তি খাবারের প্যাকেট, বোতল, টিনের খাবার, প্যাকেটজাত খাবারের খালি খোল। সেগুলি পড়ে থেকে থেকে এতটাই ভয়ংকর চেহারা নিয়েছে যে ঘরে টেকা দায়।

তখনও চমক বাকি ছিল। কর্মীরা ঘরের বাথরুমে ঢুকে তো আঁতকে ওঠেন। কমোডের চেয়েও বেশি উঁচু পর্যন্ত ঢিবি করা রয়েছে ব্যবহৃত টিস্যু পেপার। যা কমোডের ২ ধারে অনেক উঁচু পর্যন্ত ঢিবি করা রয়েছে। যার রং পর্যন্ত বদলে গেছে। একে ব্যবহার করা। তায় আবার এতকাল ধরে ওখানে জমেছে। কার্যত এক দুর্বিষহ পরিস্থিতি।

হোটেল কর্মীরা ৩ দিন ধরে জঞ্জাল পরিস্কার করার পর ঘরটি সাফ হয়। কিন্তু এই জঞ্জালের জেরে ঘরের এতটাই ক্ষতি হয়েছে যে ঘরটি নতুন করে ফের মেরামতি করতে হবে। তবেই তা অন্য কোনও অতিথিকে দেওয়ার মত অবস্থায় আসবে। ঘটনাটি ঘটেছে চিনের ঝিলিন প্রদেশের একটি হোটেলে। বিশ্বজুড়ে অনেক সংবাদমাধ্যমেই এই খবরটি প্রকাশিত হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *