World

প্রেমিকের স্ত্রীর নজর এড়াতে বাড়ির ১১ তলার কার্নিশে ঝুলে রইলেন তরুণী

প্রেমিকের সঙ্গে ফাঁকা ফ্ল্যাটে কাটানোর সময় প্রেমিকের স্ত্রী এসে পড়েছিলেন। তাঁর নজর এড়াতে জীবন বাজি রেখে ১১ তলার কার্নিশে ঝুলে পড়লেন প্রেমিকা।

প্রেমের ফাঁদে পা দিয়ে জীবন বাজি রাখতেও পিছপা হলেন না এক মহিলা। এক বিবাহিত ব্যক্তির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। সেই ব্যক্তির স্ত্রীর মুখোমুখি হওয়ার ভয়ে ১১ তলার জানালা দিয়ে ঝুলে পড়েন তিনি। অবাক লাগছে? সবটা জানলে গায়ে কাঁটা দেবে।

চিনের গুয়ানদং এলাকার একটি বহুতলের ঘটনা। স্ত্রীর অনুপস্থিতির সুযোগ নিয়ে এক ব্যক্তি তাঁর বান্ধবীকে ফাঁকা ফ্ল্যাটে এনেছিলেন। হঠাৎ করেই ওই ব্যক্তির স্ত্রী বাড়িতে চলে আসেন। সেই অবস্থায় বান্ধবীকে নিয়ে কি করবেন তা বুঝে উঠতে পারেননি ওই ব্যক্তি।

ভয়ের চোটে ওই ব্যক্তি তাঁর বান্ধবীকে ১১ তলার জানালা দিয়ে বাইরে বার করে কার্নিশের উপর লুকিয়ে থাকতে বাধ্য করেন। প্রেমিকের স্ত্রীর কাছে ধরা পড়ে যাওয়ার ভয় থেকে বাঁচতে ওই তরুণীও জীবনের ঝুঁকি নিয়ে জানালা ধরে ঝুলতে থাকেন।

তরুণী একহাতে জানালার রেলিং এবং অন্য হাতে মোবাইল ফোন নিয়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। ঝুলন্ত অবস্থায় সরু ওই কার্নিশে বেশিক্ষণ থাকাও সম্ভব ছিলনা। তাই খুব সাবধানে বাড়ির বাইরের দিকের দেওয়ালে ভর করে কার্নিশ ধরে এগোতে থাকেন তিনি।

মাঝে একবার তিনি পাইপ ধরে ঝুলে কিছুটা নিচেও নেমে যান। সেই অবস্থায় সামনে একটি জানালা দেখে সেই জানালায় ধাক্কা দিয়ে সাহায্য চান তরুণী। বিষয়টি লক্ষ্য করে ওই ঘরের বাসিন্দা তাড়াতাড়ি জানালা খুলে তরুণীকে ভিতরে টেনে নেন।

সমাজ মাধ্যমে এই ঘটনাটির ছবি ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই ওই মহিলার সাহসিকতার প্রশংসা করেছেন। তবে একটি বড় অংশ তাঁকে হঠকারী বলে দাগিয়ে দিয়েছেন।

তরুণীর সামান্য পদস্খলনেও যে কত বড় বিপদ হতে পারত সেটা ভেবেই সকলে শিউরে উঠছেন। এদিকে যা লুকিয়ে রাখতে এভাবে জীবনকে বাজি রাখলেন ওই মহিলা সেটা এখন সারা বিশ্ব জেনে গিয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *