World

২০১৫ সালে অনলাইনে অর্ডার দেওয়া জিনিস ২০২৫ সালে হাতে পেলেন এক মহিলা

অনলাইনে একটা অর্ডার দেওয়ার পর ১০ বছর লেগে গেল অর্ডার দেওয়া জিনিসটা হাতে পেতে। অর্ডারটা যে দিয়েছিলেন সেটাই ভুলে গিয়েছিলেন মহিলা।

তাঁর খুব পুতুলের শখ। পুতুলের দোকান, প্রদর্শনীতে হাজির হতে ভাল লাগে। পুতুল তৈরিও করেন। তাই পুতুলের জন্য চোখ অর্ডার করেছিলেন অনলাইনে। তাঁর পছন্দের সেই পুতুলের চোখের অর্ডার অনলাইনে করার পর তাঁর ধারনা ছিল দ্রুত সেটা হাতে পাবেন। কিন্তু তা হয়নি।

মাসের পর মাস, এমনকি বছরও পার করে যাওয়ার পর তিনি কার্যত ভুলেই যান সেই অর্ডারের কথা। তাঁর পুতুলে তিনি এরমধ্যে অন্য চোখ লাগিয়েছেন।

এই অর্ডার আর হাতে পাওয়ার আশা যে নেই তা তাঁর কাছে স্পষ্ট হয়ে যায়। কারণ অনলাইনে অর্ডার করার পর কোনও কিছু পেতে দেরি হতে পারে, তবে সেটা বছর পার করা অপেক্ষা নয়।

এদিকে বছর কাটতে থাকে। এভাবে কেটে যায় ১০ বছর। ২০২৫ সালের নভেম্বরে আচমকা তাঁর কাছে একটা ফোন আসে। ফোনের ওপার থেকে জানানো হয় তাঁর অর্ডার করা পুতুলের চোখ এসে গেছে। তিনি তা হাতে পাবেন। সেইমত একটি ডেলিভারিও আসে। যাতে তাঁর চাহিদামত পুতুলের চোখ ছিল। এমনকি একটি অতিরিক্ত চোখও ছিল।

মহিলা যে পুতুলের চোখ অর্ডার করেছিলেন তা যত্ন করে হাতে বানাতে হয়। হাতে তৈরি সেই কাজ আবার নির্ভর করে থাকে কাঁচামালের যোগানের ওপর। সব মিলিয়ে সময় কিছুটা লেগে যায় বলেই দাবি করেছে ডেলিভারি সংস্থা। তবে সেটা এতদিন!

১০ বছর পর তো তার প্রয়োজনই মিটে যায়! এখন ওই চিনা মহিলা ভাবছেন এই পুতুলের চোখগুলো নিয়ে তিনি কি করবেন। চিনে ঘটা এই ঘটনার কথা সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্বের অনেক সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়েছে।

News Desk

পেঁয়াজ আর রসুনই যত নষ্টের গোড়া, শেষ হয়ে গেল ২২ বছরের বৈবাহিক সম্পর্ক

২২ বছর একসঙ্গে কাটানোর পর অবশেষে তাঁরা বৈবাহিক সম্পর্ক ছেদ করে আলাদা হয়ে গেলেন। আর…

December 13, 2025

প্রেমিকের স্ত্রীর নজর এড়াতে বাড়ির ১১ তলার কার্নিশে ঝুলে রইলেন তরুণী

প্রেমিকের সঙ্গে ফাঁকা ফ্ল্যাটে কাটানোর সময় প্রেমিকের স্ত্রী এসে পড়েছিলেন। তাঁর নজর এড়াতে জীবন বাজি…

December 13, 2025

নজরদারি বাড়াতে সূর্যের হাত ধরে স্থল ও আকাশকে একসঙ্গে কাজে লাগাচ্ছে রেল

যাত্রী সুরক্ষার সঙ্গে কোনওভাবেই আপস করা হবেনা। সেই লক্ষ্যে এবার নতুন উদ্যোগের পথে হাঁটল ভারতীয়…

December 13, 2025

চাহিদা বেড়েই চলেছে, বিক্রিও অনেক, তবু চিন্তায় রাতের ঘুম উড়েছে সাবান পাথর শিল্পীদের

সাবান পাথর দিয়ে তৈরি বাসনপত্রের চাহিদা বেড়েই চলেছে। ফলে এই সাবান পাথরের বাসন তৈরির সঙ্গে…

December 13, 2025

গান গায় মরুভূমির বালি, এমন জায়গাও রয়েছে এই পৃথিবীতে

পৃথিবীজুড়ে যে কত আশ্চর্যের মেলা তা গুনে শেষ করা যায়না। এ মানুষ সৃষ্টি করেনি। প্রকৃতির…

December 13, 2025

তুষারপাত কাজে লাগিয়ে চোরাশিকারিদের দৌরাত্ম্য রুখতে হিমালয়ের জঙ্গলে অভিনব পদক্ষেপ

হিমালয়ের দুর্গম অঞ্চলে তুষারপাতের ফলে তৈরি হওয়া প্রতিকূলতাকে নিজেদের প্রয়োজনে কাজে লাগায় চোরাশিকারিরা। গহন জঙ্গলে…

December 13, 2025