World

বাড়ির চারধারে হাঁটার জন্য বসানো পাথর আসলে অমূল্য সম্পদ, জেনে অবাক বাড়ির মালিক

২ ভাই তাঁদের বাড়ির চারধারে হাঁটাচলার জন্য পাথর বসিয়েছিলেন। সে পাথর যে আসলে সোনার চেয়েও মূল্যবান তা জানলেন এতদিনে।

১৯৯৩ সালে তাঁরা বাড়ির চারধারে হাঁটার জন্য পাথর বসিয়েছিলেন। সবুজের মাঝে মাঝে পাথরের টুকরো বসিয়ে বাড়ির চারধারকে দেখতেও সুন্দর করা যায়। আবার সরাসরি ঘাসের ওপর পা না দিয়ে পাথরগুলির ওপর পা ফেলে বাড়ির চারধারে হাঁটাও যায়। এভাবে বাড়ির সামনে পাথরের টুকরো মাঝেমাঝে বসিয়ে বাড়িকে আরও সুন্দর করে তোলার চেষ্টা অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায়।

তখন যখন আশপাশ থেকে পাথরের টুকরো জোগাড় করে বাড়ির চারধারে তাঁরা বসিয়েছিলেন তখন তাঁদের জানাও ছিলনা তাঁরা আসলে কি বসাচ্ছেন! ৩০ বছর পার করে এখন সেগুলির কথা বইতে ছাপা হল।

তার আগে সেই পাথরের ছবি ইন্টারনেটে প্রকাশ করেছিলেন ওই বাড়ির এক সদস্য। বাড়ির আশপাশে বসানো পাথরের টুকরো দিয়ে সৌন্দর্যায়নের ছবি প্রকাশ যেমন ছিল উদ্দেশ্য, তেমনই পাথরগুলি সম্বন্ধে জানতে চাইছিলেন ওই তরুণী।

জানতেও পারেন। স্থানীয় এক মিউজিয়াম কর্তৃপক্ষ সেই ছবি খতিয়ে দেখার পর ওই পাথরের টুকরো বাড়ির মালিকের কাছে অনুমতি নিয়ে পরীক্ষার জন্য নিয়ে যায়।

সম্প্রতি একটি বইতে পাথরগুলির ইতিহাস ছাপা হয়েছে। তাতে বিশেষজ্ঞেরা জানিয়েছেন বাড়ির চারধারকে সুন্দর করে সাজাতে এবং পা ফেলার সুবিধা করতে বসানো ওই অবহেলার পাথরগুলির ওপর দিয়ে ১৯ কোটি বছর আগে হাঁটাচলা করত ডাইনোসরেরা। তাদের পায়ের ছাপ রয়েছে প্রতিটি পাথরে।

পাথরে দাগ দেখতে পেলেও তা যে ডাইনোসরের পায়ের ছাপ তা একেবারেই বুঝতে পারেননি ওই বাড়ির মালিকেরা। ফলে তাঁরা অবহেলায় সাধারণ পাথরের মত সেগুলি বাড়ির চারধার সাজাতে কাজে লাগান।

চিনের সিচুয়ান প্রদেশের উলি গ্রাম থেকে এই পাথরের টুকরোগুলো উদ্ধার করা হয়। সেগুলি কয়েক বছর আগেই পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এবার সেগুলি সম্বন্ধে যাবতীয় তথ্য সামনে আনা হল। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।

News Desk

পেঁয়াজ আর রসুনই যত নষ্টের গোড়া, শেষ হয়ে গেল ২২ বছরের বৈবাহিক সম্পর্ক

২২ বছর একসঙ্গে কাটানোর পর অবশেষে তাঁরা বৈবাহিক সম্পর্ক ছেদ করে আলাদা হয়ে গেলেন। আর…

December 13, 2025

প্রেমিকের স্ত্রীর নজর এড়াতে বাড়ির ১১ তলার কার্নিশে ঝুলে রইলেন তরুণী

প্রেমিকের সঙ্গে ফাঁকা ফ্ল্যাটে কাটানোর সময় প্রেমিকের স্ত্রী এসে পড়েছিলেন। তাঁর নজর এড়াতে জীবন বাজি…

December 13, 2025

নজরদারি বাড়াতে সূর্যের হাত ধরে স্থল ও আকাশকে একসঙ্গে কাজে লাগাচ্ছে রেল

যাত্রী সুরক্ষার সঙ্গে কোনওভাবেই আপস করা হবেনা। সেই লক্ষ্যে এবার নতুন উদ্যোগের পথে হাঁটল ভারতীয়…

December 13, 2025

চাহিদা বেড়েই চলেছে, বিক্রিও অনেক, তবু চিন্তায় রাতের ঘুম উড়েছে সাবান পাথর শিল্পীদের

সাবান পাথর দিয়ে তৈরি বাসনপত্রের চাহিদা বেড়েই চলেছে। ফলে এই সাবান পাথরের বাসন তৈরির সঙ্গে…

December 13, 2025

গান গায় মরুভূমির বালি, এমন জায়গাও রয়েছে এই পৃথিবীতে

পৃথিবীজুড়ে যে কত আশ্চর্যের মেলা তা গুনে শেষ করা যায়না। এ মানুষ সৃষ্টি করেনি। প্রকৃতির…

December 13, 2025

তুষারপাত কাজে লাগিয়ে চোরাশিকারিদের দৌরাত্ম্য রুখতে হিমালয়ের জঙ্গলে অভিনব পদক্ষেপ

হিমালয়ের দুর্গম অঞ্চলে তুষারপাতের ফলে তৈরি হওয়া প্রতিকূলতাকে নিজেদের প্রয়োজনে কাজে লাগায় চোরাশিকারিরা। গহন জঙ্গলে…

December 13, 2025