১টি ফ্ল্যাট ও মোটা মাস মাইনের বদলে কন্যা খুঁজে বেড়াচ্ছেন এক বৃদ্ধা
নিজের ২ মেয়ে থাকতেও তিনি কন্যা খুঁজছেন। যিনি তাঁর কন্যা হতে রাজি হবেন তাঁকে একটি ফ্ল্যাট ও মোটা টাকা মাস মাইনে দেবেন বলেও জানিয়েছেন এক বৃদ্ধা।
সন্তানহীনতা এক জিনিস। কিন্তু নিজের সন্তান থেকেও যদি বৃদ্ধ বয়সে কাউকে পাশে না পাওয়া যায় সে কষ্ট আরেকরকম। একাকীত্বের ভার সইতে না পেরে অনেকেই জীবনের শেষ বয়সটা বৃদ্ধাবাসে কাটান। তবে কেউ কেউ জীবনটাকে অন্যভাবেও দেখেন।
চিনের হেনান প্রদেশের এক বৃদ্ধা মাসে ৪২০ ডলার বা ভারতীয় মুদ্রায় ৩৭ হাজার টাকার বিনিময়ে কন্যারূপী একজনকে খুঁজছেন। স্থানীয় একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এটি জানিয়েছেন। নির্দিষ্ট মাইনে ছাড়াও নিজের ২টি ফ্ল্যাটের মধ্যে একটি এবং ব্যক্তিগত সম্পদের অংশও তিনি ওই কন্যাকে দেবেন।
ওই বৃদ্ধা জানিয়েছেন বয়স এবং শারীরিক দুর্বলতার কারণে তিনি এখন আর একা চলতে পারেননা। হাঁপানির সমস্যা থাকায় ১০০ মিটার হাঁটলেই তাঁর শ্বাসকষ্ট হয়। তিনি বলেন তাঁর নিজের ২ মেয়ে রয়েছে। মতবিরোধের কারণে বড় মেয়ের সাথে তাঁর সম্পর্ক প্রায় নেই বললেই চলে।
আর ছোট মেয়ে মানসিক ভারসাম্যহীন। তাই তিনি মায়ের দেখভাল করতে অপারগ। বহু বছর আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অন্যান্য আত্মীয়দের সঙ্গেও বৃদ্ধার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে।
এই অবস্থায় বৃদ্ধা নিজের যত্নআত্তি করার জন্য এমন কাউকে খুঁজছেন যিনি তাঁকে নিজের মেয়ের মতই আগলে রাখবেন। তিনি জানিয়েছেন দৈনন্দিন কাজকর্মে সহায়তা করলে এবং মানসিকভাবে তাঁর পাশে থাকলেই যথেষ্ট। প্রয়োজনে তিনি লিখিত চুক্তি করতেও রাজি। খবরটি সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত হওয়ার পর চারদিকে আলোড়ন সৃষ্টি হয়েছে।













