SciTech

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা নয়। একটি রোবট বিশ্বকে চমকে দিয়ে হাঁটল ১০৬ কিলোমিটার।

মানুষ তো মাইলের পর মাইল হাঁটতে পারেন, কিন্তু কোনও যন্ত্রমানব কি পারে? অবশ্যই পারে। পারে যে তা একেবারে দেখিয়ে দিল ওই রোবট। মানুষের চেহারা দেওয়া রোবট এখন অনেক কাজ করে। তবে তা ঘরের মধ্যেই। এমনকি মাঠে তাদের খেলতেও দেখা গেছে।

কিন্তু একটানা ২৪ ঘণ্টা ধরে সে হেঁটে এক শহর থেকে অন্য শহরে পৌঁছে গেল এটা দেখে অভ্যস্ত নন বিশ্ববাসী। তাই এটা যে সম্ভব সেটাই এতদিন কারও জানা ছিলনা। এবার সেই আপাত অসম্ভবকে সম্ভব করে দেখাল একটি রোবট প্রস্তুতকারী সংস্থা।

অ্যাজিবট নামে ওই সংস্থা তাদের হিউম্যানয়েড রোবট এ২-কে হাঁটিয়ে নিয়ে গেল চিনের জিনঝি লেক থেকে সাংহাই পর্যন্ত। মোট ১০৬ কিলোমিটার পথ। সেই পথ ২৪ ঘণ্টায় হেঁটে পার করল এ২। যা একটি বিশ্বরেকর্ড। চমকও বটে।

কারণ একটি রোবট একবারও না থেমে ১০৬ কিলোমিটার পথ রাস্তা দিয়ে হেঁটে সব নিয়ম মেনে যে পৌঁছতে সক্ষম হতে পারে এটাই অবিশ্বাস্য ছিল এতদিন। কল্পবিজ্ঞানের কাহিনি বলেও মনে হতে পারত।

কিন্তু এ২ যাবতীয় নিয়ম মেনে, ট্রাফিক সিগনাল মেনে, কখনও পিচ ঢালা রাস্তা, কখনও টাইলস বসানো ফুটপাথ, কখনও ব্রিজ পার করেছে। একজন রক্তমাংসের মানুষের হেঁটে যাওয়ার জন্য যে যে নিয়ম মেনে চলা উচিত তা সব মেনে একবারও না বসে সে পৌঁছে যায় গন্তব্যে।

সাংহাই পৌঁছনোর পর বিশ্বরেকর্ড গড়া এ২-কে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন তার প্রতিক্রিয়া কি? যার উত্তরে রোবট জানায় তার একজোড়া জুতো দরকার।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *