World

হোটেলের ঘরে বন্যা বইয়ে দিলেন এক মহিলা, পরে সামলাতে হল মোটা টাকার ধাক্কা

তিনি রেগে গিয়েছিলেন। হোটেলের ওপরই রাগ। আর সেই রাগেই তিনি হোটেলের ঘরকে ছোটখাটো পুকুরে পরিণত করলেন। যার মূল্যও চোকাতে হল।

তিনি হোটেলের একটি ঘর ভাড়া করেছিলেন ১ দিনের জন্য। কিন্তু ঘরে ঢোকার পর তাঁর ঘরটি একেবারেই পছন্দ হয়নি। তাঁর দাবি ছিল ঘর নিম্নমানের। তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান তিনি তাঁর এই বুকিং বাতিল করতে চান।

হোটেল কর্তৃপক্ষ জানায় একবার ঘরে ঢোকা হয়ে গেলে তাদের পক্ষে আর বুকিং বাতিল করা সম্ভব নয়। তবে ঘর যদি ওই মহিলার পছন্দ না হয় তাহলে তারা এর চেয়ে ভাল একটি ঘর দিতে পারে। সেজন্য ওই মহিলাকে অতিরিক্ত কোনও খরচ বহন করতে হবেনা।

কিন্তু মহিলা নাছোড়। তিনি সাফ জানান ওই হোটেলের কোনও ঘরেই তিনি থাকতে রাজি নন। তাঁর বুকিং বাতিল করতে হবে। তিনি পুলিশেও খবর দিতে বলেন। রেগে হোটেলের ঘরের বাথরুমের কল খুলে দেন।

জল বাথরুম উপচে ঘরে প্রবেশ করে ঘরেও জমে যেতে থাকে। ঘণ্টা পার হতে থাকে। জল বাড়তে থাকে। এরই মধ্যে বিছানার বেডশিট তুলে ওই মহিলা বাথরুমে ফেলে দেন। তার ওপর ঢেলে দেন শাওয়ার জেল।

ঘণ্টা তিনেক পর পুলিশ এসে হাজির হয়। ততক্ষণে হোটেলের ঘরে একটি ছোটখাটো পুকুর তৈরি হয়েছে। যার জলে হোটেলের ঘরের দেওয়াল ও মেঝে নষ্ট হতে থাকে।

পুলিশ আসার পর সব শোনে। তাতে কার্যত ওই মহিলাকেই বিপাকে পড়তে হয়। যে হোটেলের ঘর ১৫ ডলার বা ভারতীয় মুদ্রায় ১ হাজার ৩০০ টাকার আশপাশে বুক করেছিলেন ওই মহিলা, এভাবে হোটেলের সম্পত্তি নষ্ট করার জন্য তাঁকে ক্ষতিপূরণ বাবদ গুনতে হল ৪ হাজার ২০০ ডলার।

যা ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৭২ হাজার টাকার কিছু বেশি। ঘটনাটি ঘটেছে চিনের হাইনান প্রদেশের একটি হোটেলে। খবরটি সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত হওয়ার পর তা ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *