Lifestyle

এই চায়ের ১ কেজির দাম ৯ কোটি টাকা, কি আছে এই চা পাতায়

সারা পৃথিবীতে চা প্রেমীর সংখ্যা গুনে শেষ করা যাবেনা। চা পাওয়া যায়না এমন কোনও জায়গাও পৃথিবীতে আতস কাচ দিয়ে খুঁজতে হবে। তবে তার দাম থেকে গুণমান সবকিছুই আলাদা হয়।

বেশিরভাগ মানুষের সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না পেলে নাকি দিনটাই শুরু হয়না। এরপর তো সারাদিন কাজের ফাঁকে ফাঁকে বারবার চা চলতেই থাকে। বাড়িতে অতিথি আপ্যায়ন থেকে পাড়ার দোকানের আড্ডা, সব জায়গাতেই আসল রাজা হল চা।

শুধু ছোটখাটো জমায়েতই নয়, বরং দেশিয় থেকে আন্তর্জাতিক সবরকম ক্ষেত্রের যে কোনও গভীর আলোচনাই আবর্তিত হয় একটা চা চক্রকে কেন্দ্র করে।

চা প্রেমীরা সেরা জায়গা থেকে নিজেদের পছন্দের চা খুঁজে খুঁজে কেনেন। তার জন্য তাঁরা হাজার হাজার টাকা খরচ করতেও কার্পণ্য করেন না। সেরা চায়ের মূল্যও যে তেমনই হবে তা বলাই বাহুল্য। তা বলে কয়েক কোটি টাকা!

বিশ্বের সবচেয়ে দামি চা দা হং পাও। একে বলা হয় চায়ের রানি। এই চা চিনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতমালায় জন্মায়। এটি একটি বিরল ওলং চা। প্রাচীন চা গাছ থেকে সংগ্রহ করা হয় একে। তারপর ৩ বছরেরও বেশি সময় ধরে একে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হয়।

এর দাম এত বেশি যে একজন সাধারণ মানুষের পক্ষে এটি কেনার কথা ভাবাও অসম্ভব। দা হং পাও চায়ের প্রতি কেজির দাম ১০ লক্ষ ডলারেরও বেশি। ভারতীয় মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা। এই চা খুবই বিরল প্রকৃতির এবং এর উৎপাদনও সীমিত হওয়ায় এর এত দাম।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *