পাশাপাশি লঙ্কা জলে স্নান এবং দুধ স্নান, ক্রমশ বাড়ছে এই আজব স্নানের প্রবণতা
একটি স্নানের জায়গার ২টি ভাগ। এক ভাগে লঙ্কা জল। অন্য ভাগে দুধ জল। সঙ্গে আরও অনেক কিছু মেশানো। এতেই খরচ করে স্নান করছেন অনেকে।
দৈনন্দিন স্নানের সঙ্গে তরিবত করে স্নানের ফারাক থাকে। এমন অনেক স্নান রয়েছে যা খরচ করে করতে হয়। এখন একটি বিশেষ ধরনের স্নান ক্রমশ ভিনদেশে জনপ্রিয়তা পাচ্ছে। এটা হল একটা স্নানের জায়গা। অবশ্যই বিশেষ ভাবে তৈরি। গোলাকার জলাধার। যার আবার ২টি ভাগ।
একটি ভাগের জল লাল টকটক করছে। দেখে মনে হবে লাল রংয়ের স্যুপ। তাতে লঙ্কা ভেসে বেড়াচ্ছে। এই ভাগের লাগোয়া রয়েছে দ্বিতীয় ভাগ। সেখানে জলের রং সাদা। তার অন্যতম উপকরণ হল দুধ।
চিনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি মেনেই নাকি এই স্নানের ব্যবস্থা করা হয়েছে। যেখানে স্নান করতে চিনের বাসিন্দারা যেমন আসছেন, তেমনই হাজির হচ্ছেন বিদেশি পর্যটকেরাও। এই স্নানের নাম হটপট বাথ।
চিনের হারবিন শহরে এই হটপট বাথ খুব জনপ্রিয়তা পেয়েছে। এই স্নান স্বাস্থ্যকর বলেই দাবি করা হচ্ছে। যা অনেক শারীরিক সমস্যা থেকে মানুষকে মুক্তি দিতে পারে। চিরাচরিত উষ্ণ প্রস্রবণে যেমন স্নান করে মানুষ নানা রোগ বালাই থেকে মুক্তি পান, তেমনই এই হটপট বাথের গুণ।
ফলে মানুষের চাহিদা বাড়ছে। একটু বিস্তারে গেলে এই লাল জলের অংশে কিন্তু শুধুই লঙ্কা নেই। বাছাই করা বেগুন এবং বাঁধাকপিও দেওয়া আছে জলে। তবে লঙ্কার প্রাধান্যই বেশি।
এই লঙ্কা অবশ্য বিশেষ প্রজাতির। যা খুব একটা ঝাল হয়না। অন্যদিকে যে সাদা জলের অংশ রয়েছে সেখানে দুধের সঙ্গে মিশে থাকে লাল খেজুর এবং গোজি নামে এক ধরনের বেরি।
এখানে স্নান করতে চাইলে মাথাপিছু ভারতীয় মুদ্রায় ২ হাজার টাকার মত পড়ছে। কেউ চাইলে এখানে যতক্ষণ ইচ্ছা ডুবে থাকতে পারেন। তবে এই স্নানের ভাল ফল পেতে সকলকে মিনিট ২০ স্নানের পরামর্শ দেওয়া হয়।













