৫০ কেজি ওজন কমাতে পারলেই কোটি টাকার গাড়ি, জিমের অফার নিয়ে বিশ্বজুড়ে চর্চা
জিমে মানুষ সুস্থ থাকতে শরীরচর্চা করে থাকেন। অনেকে স্থূলতা কমাতেও সেখানে পৌঁছন। একটি জিম ৫০ কেজি ওজন কমাতে পারলেই দেবে কোটি টাকার গাড়ি।
ওজন কমাতে হবে। তাও আবার ৫০ কেজি। নেহাত মুখের কথা নয়। যাঁরা রোগা পাতলা চেহারার তাঁরা এই সুযোগ থেকে এমনিতেই বঞ্চিত হবেন। সুযোগ রয়েছে স্থূলকায় মানুষদের। যাঁদের ওজন শত কেজি বা তার ওপর।
কিন্তু এমন মানুষের সংখ্যাও কম নয়। তাঁদের জন্যই কার্যত এই অফার। বলা ভাল একটি প্রতিযোগিতা। যে প্রতিযোগিতায় কোটি টাকার গাড়ির হাতছানি রয়েছে রোগা হওয়ার ওপর।
শর্ত একটাই, ৫০ কেজি ওজন কমাতে হবে। তাও ৩ মাসের মধ্যে। এটা করতে পারলেই মিলবে একটি পোর্শে গাড়ি। যার দাম ১ কোটি ৩৭ লক্ষ টাকার কিছু বেশি।
পোর্শে পানামেরা জিতে নিতে পারেন যে কেউ। কেবল ৩ মাসে ৫০ কেজি ওজন ঝরাতে হবে। এই প্রতিযোগিতার আয়োজন করে নিজের দেশে তো বটেই, এমনকি বিশ্বজুড়ে রাতারাতি পরিচিতি পেয়ে গেছে চিনের শানদং প্রদেশের বিনঝোউ শহরের একটি জিম।
যেহেতু এটি একটি প্রতিযোগিতা তাই এর এন্ট্রি ফি রয়েছে প্রতিযোগীদের জন্য। ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ২৩ হাজার টাকা ফি দিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিলে প্রতিযোগীদের থাকা এবং খাওয়ার বন্দোবস্ত জিমই করবে। সেই সঙ্গে চলবে সারাদিন অনুশীলন। যাতে ওজন কমতে পারে।
তবে জিমের এই প্রতিযোগিতা নিয়ে যত চর্চা হয়েছে সে তুলনায় প্রতিযোগীর সংখ্যা নগণ্য। তেমন কেউ উৎসাহ দেখাচ্ছেন না। অনেকে আবার এভাবে মাত্র ৩ মাসে ৫০ কেজি ওজন কমাতে যাওয়াটা শারীরিকভাবে উপযুক্ত নয় বলে দাবি করেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমে তা খবর হতে সময় নেয়নি।













