ভাগ্য বক্তার কথায় স্বামীকে সন্দেহ, স্ত্রীর সন্দেহের ধাক্কা সামলাতে পুলিশের দ্বারস্থ স্বামী
কোনও এক ভাগ্য বক্তার সঙ্গে পরামর্শের পরই স্ত্রী তাঁকে সন্দেহ করছেন। তাঁর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। স্ত্রীর সন্দেহের হাত থেকে মুক্তি পেতে পুলিশের কাছে স্বামী।
কোনও একজনের পরামর্শে তাঁর স্ত্রী অনেক টাকা খরচ করে অনলাইনে এক ভাগ্য বক্তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাঁর স্ত্রীর ভাগ্য গণনা করে জানিয়ে দেন তাঁর স্বামী অন্য মহিলাদের সঙ্গে সম্পর্কে লিপ্ত।
স্ত্রীকে ওই ব্যক্তি এও জানান যে তাঁর স্বামী অন্য মহিলাদের সঙ্গে রাতে হোটেলের ঘর বুক করে কাটান। এমনকি স্বামীর পতিতালয়ে যাতায়াতও রয়েছে। স্বামী সম্বন্ধে এটা জানার পর ওই মহিলা তা বিশ্বাস করে নেন।
কেবল এক ব্যক্তি ভাগ্য গণনা করে কি বললেন তার ভিত্তিতে তিনি স্বামীকে সন্দেহ করতে থাকেন। ভোর থেকেই ওই ভাগ্য বক্তাকে নাকি ফোনও করেন স্ত্রী। দিনের বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে কথা হয়।
বৈবাহিক জীবন বলে আর কিছু তাঁর নেই। এক ব্যক্তি পুলিশের কাছে হাজির হয়ে এমনই জানিয়েছেন। তিনি পুলিশের কাছে জানিয়েছেন তাঁর স্ত্রী তাঁকে কোনও প্রমাণ ছাড়াই এক গণৎকারের কথায় অবিশ্বাস করছেন। সন্দেহ করছেন। তাঁর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
পুলিশ ঘটনা জানার পর ওই ব্যক্তির স্ত্রীর সঙ্গে কথা বলে। তাঁকে বোঝানোর চেষ্টা করে যে কোনও প্রমাণ ছাড়া কেবল কারও মুখের কথাকে এভাবে বিশ্বাস করার কোনও অর্থ নেই।
ঘটনাটি ঘটেছে চিনের আনহুই প্রদেশের উহু শহরে। ওই ব্যক্তির দাবি তাঁর ব্যক্তিগত সম্মান ধুলোয় মিশে যাওয়ার যোগাড় হয়েছে। এই ঘটনার কথা সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।













